• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অপমানিত হলেন নন্দিত নির্মাতা কাজী হায়াত


বিনোদন প্রতিবেদক অক্টোবর ২৫, ২০১৯, ০৫:২৯ পিএম
অপমানিত হলেন নন্দিত নির্মাতা কাজী হায়াত

ঢাকা : আজ সকাল থেকে শিল্পী সমিতির নির্বাচন ঘিরে এফডিসির ভিতরের পরিবেশ নিয়ে নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক নির্মাতা প্রযোজক অভিনেতারাও।

নানা অনিয়ম প্রথম থেকে শোনা গেলো আজ একটু বেশি চোখে পড়ছে মূলত সমিতির নির্বাচনকে ঘিরেই এই হট্টগোল।

নন্দিত নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু, গাজী জাহাঙ্গীর,পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন,চিত্রনায়ক সোহেল রানা , প্রযোজক মোহাম্মাদ ইকবালসহ এফডিসিতে প্রবেশে বাধা দেন শিল্পী সমিতির নির্বাচকদের পুলিশ।অবশ্য পুলিশ তাদের দায়িত্ব পালন করেছেন ,নির্বাচন কমিশন যেমনটা চেয়েছেন।

কিন্তু এবার  গেটে আটকে দেন পুলিশ নন্দিত নির্মাতা কাজী হায়াতকে। তাকে আটকে দেয়া নিয়ে ক্ষোভ বিরাজ করছে এফডিসিতে থাকা তার সহকারী এবং তার সহকর্মীদের মাঝে।

নন্দিত নির্মাতা কাজী হায়াত বলেন, ‘আমি পরিচালক। সরকার আমাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিয়েছে। আমাকে এফডিসিতে প্রবেশে কেন বাঁধা দেয়া হবে? আমি খুবই অপমানিত হয়েছি। শিল্পীদের নির্বাচনের আগেও দেখেছো। অনেক হাই প্রোফাইল তারকারা নির্বাচন করেছেন। এমন বাজে অবস্থা ছিল না।’

ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপর ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হবে। ভোটগ্রহণ উপলক্ষে বিএফডিসিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে পুলিশ। শুধু ভোটাররা এফডিসির গেটে পরিচয়পত্র দেখিয়ে ভোট দিতে প্রবেশ করবেন। এছাড়া সাংবাদিকদের জন্য বিশেষ পরিচয়পত্র দেয়া হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০১৯-২১ মেয়াদের নির্বাচনে মোট ভোটার সংখ্যা হচ্ছে ৪৪৯ জন।

চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯-২১ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে লড়াই করছেন চিত্রনায়িকা মৌসুমী ও খলনায়ক মিশা সওদাগর। সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রতিদ্বন্দ্বী ইলিয়াস কোবরা। সহ-সভাপতির দুটি পদে প্রার্থী হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল, রুবেল ও নানা শাহ। সহ-সাধারণ সম্পাদক পদে লড়ছেন আরমান ও সাংকো পাঞ্জা। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে লড়ছেন নূর মোহাম্মদ খালেদ আহমেদ ও চিত্রনায়ক ইমন। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে লড়বেন জাকির হোসেন ও ডন।

এছাড়া কার্যকরী পরিষদ সদস্যের ১১টি পদের জন্য প্রার্থী হয়েছেন ১৪ জন। তারা হলেন- অঞ্জনা সুলতানা, রোজিনা, অরুণা বিশ্বাস, আলীরাজ, আফজাল শরীফ, বাপ্পারাজ, রঞ্জিতা, আসিফ ইকবাল, আলেকজান্ডার বো, জেসমিন, জয় চৌধুরী, নাসরিন, মারুফ আকিব ও শামীম খান (চিকন আলী)।

এদিকে কোনো প্রতিযোগী না থাকায় সাংগঠনিক সম্পাদক পদে অভিনেতা সুব্রত, দফতর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর ও কোষাধ্যক্ষ পদে অভিনেতা ফরহাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!