• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অপরিবর্তিত বাংলাদেশ দল


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ২৭, ২০১৬, ০১:৩৭ পিএম
অপরিবর্তিত বাংলাদেশ দল

এখনই বলে দেওয়ার উপায় নেই যে, ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচে মুশফিকুর রহিম খেলবেন না। হতে পারে নেলসনের ২৯ ডিসেম্বরের দ্বিতীয় ওয়ানডেতেই তিনি মাঠে। আবার এমনও হতে পারে, মুশফিক খেলছেন না। মুশফিককে নিয়ে মৃদু অনিশ্চয়তা আছে বলেই হয়তো সম্ভাব্য বিকল্প উইকেটকিপারের নামটা জানিয়ে দিলেন মাশরাফি, ‘দলে আমাদের একজনই বিকল্প উইকেটকিপার আছে, নুরুল হাসান।’

প্রথম ওয়ানডের মতো শেষ দুই ওয়ানডেতে ১৫ সদস্যের মধ্যে কোনো প্রকার পরিবর্তন আনছে না বাংলাদেশ দল। সোমবার গণমাধ্যমকে একথা নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

তবে চিন্তা করতে হতে পারে ইনজুরিতে পড়া মুশফিকুর রহিমকে নিয়ে। প্রথম ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে মাঠ ছাড়েন মুশফিক। শেষ পর্যন্ত তিনি সেরে না উঠলে তাঁর জায়গায় স্কোয়াডে অন্তর্ভুক্ত হবেন নুরুল হাসান সোহান।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৭৭ রানে হারল বাংলাদেশ। আগামী ২৯ ডিসেম্বর নেলসন। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কিউইদের বিপক্ষে মাঠে নামবে মাশরাফিরা। সিরিজের শেষ ম্যাচটি মাঠে গড়াবে আগামী ৩১ ডিসেম্বর, ভেন্যু নেলসন।

বাংলাদেশ দল (শেষ দুই ওয়ানডে): তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তানভির হায়দার ও শুভাশিষ রায়।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!