• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘অপরূপা’য় অপূর্ব মেহজাবিন


বিনোদন প্রতিবেদক ফেব্রুয়ারি ১৬, ২০২০, ০২:৫৫ পিএম
‘অপরূপা’য় অপূর্ব মেহজাবিন

ঢাকা : চলে গেল ভালোবাসা দিবস আর পহেলা ফাল্গুন। এই দুটি বিশেষ দিবস উপলক্ষেই একটি ইউটিউব চ্যানেলে ও একটি বেসরকারি চ্যানেলে প্রচার হওয়ার কথা ছিল সঞ্জয় সমাদ্দার রচিত ও পরিচালিত অপূর্ব মেহজাবিন অভিনীত বিশেষ নাটক ‘অপরূপা’। কিন্তু বিশেষ দুটি দিবসে প্রচার না হলেও অল্প কয়েকদিনের মধ্যেই নাটকটি প্রচার হবে বলে নিশ্চিত করেছেন সঞ্জয় সমাদ্দার।

নাটকটির গল্প প্রসঙ্গে সঞ্জয় সমাদ্দার বলেন, ‘সুন্দরের নির্দিষ্ট কোনো ব্যাখ্যা নেই। প্রত্যেকের কাছেই তার প্রিয়জন সবচেয়ে বেশি সুন্দর। আবার প্রত্যেক বাবা-মায়ের কাছে তার সন্তান যেমন সুন্দর, প্রত্যেক সন্তানের কাছেও তার বাবা সুন্দর। এমন বিষয়কে উপজীব্য করেই “অপরূপা” নাটকের গল্প এগিয়ে গেছে।’

গত ভালোবাসা দিবসে অপূর্ব ও মেহজাবিন মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘চারুর বিয়ে’ নাটকের জন্য বেশ  সাড়া পাচ্ছেন।

‘অপরূপা’ নাটকটি প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘গত ভালোবাসা দিবসে আমি এবং মেহজাবিন বেশ কটি নাটকে অভিনয় করেছি। এর মধ্যে সঞ্জয় সমাদ্দারের “অপরূপা” নাটকের গল্পের মূল বিষয়বস্তুটা আমার কাছে ভালো লেগেছে। গল্পে ভিন্নতা না থাকলে কাজ করেও ভালো লাগে না। এ জন্য সব সময়ই আমি চেষ্টা করি একটু ভিন্ন ধরনের গল্পে কাজ করতে। অপরূপা নাটকটিতে মেহজাবিনও খুব চমৎকারভাবে নিজের চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। আশা করছি দর্শক নাটকটি বেশ আগ্রহ নিয়েই উপভোগ করবেন।’

মেহজাবিন চৌধুরী বলেন, ‘এই নাটকে আমার চরিত্রটি একেবারেই ভিন্নরকম। নিজের চরিত্রটি ফুটিয়ে তুলতে গিয়ে আমাকে দীর্ঘ সময় ধরে মেকআপ নিতে হয়েছে। এই সময়ে এসে আমি প্রচলতি ঘরানার বাইরে একটু ভিন্ন ধরনের চরিত্রের প্রতিই বেশি মনোযোগ দেওয়ার চেষ্টা করছি। আমার বর্তমান সময়ের নাটকগুলোর দিকে একটু দৃষ্টি দিলেই দর্শক তা সহজেই বুঝতে পারবেন। “অপরূপা” নাটকটিতেও আমার চরিত্রটি এমন। নাটকটি প্রচারে এলে দর্শক দেখলেই তা সহজে বুঝতে পারবেন। যথারীতি চরিত্রটি ফুটিয়ে তুলতে অপূর্ব ভাইয়ার সহযোগিতা তো ছিলই। পুরো ইউনিটই আসলে ভীষণ সহযোগিতা করেছে।’

এর আগে গত ডিসেম্বরে সঞ্জয় সমাদ্দার প্রথম অপূর্ব ও মেহজাবিনকে নিয়ে নাটক নির্মাণ করেন। সেটি ছিল ‘গেম ওভার’। ‘অপরূপা’ অপূর্ব ও মেহজাবিনকে নিয়ে সঞ্জয়ের দ্বিতীয় কাজ। ভালোবাসা দিবস উপলক্ষে এরই মধ্যে অপূর্ব-মেহজাবিন অভিনীত আরো প্রচারিত দর্শকপ্রিয় নাটকের মধ্যে রয়েছে সাগর জাহানের ‘ফিরে এসো রুবি’, বি ইউ শুভর ‘ব্রেকআপ এজেন্সি’, মহিদুল মহিমের ‘ফ্যাশন’ অনন্য ইমনের ‘সি লাভস মি’ ইত্যাদি।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!