• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অপুষ্টিতে মৃত্যু হতে পারে ৮৫ হাজার ইয়েমেনি শিশুর


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ২২, ২০১৮, ১২:৩৭ পিএম
অপুষ্টিতে মৃত্যু হতে পারে ৮৫ হাজার ইয়েমেনি শিশুর

ঢাকা : গত তিন বছরের গৃহযুদ্ধের ফলে অপুষ্টিতে ভুগে ইয়েমেনের ৮৫ হাজার শিশুর মৃত্যু হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংগঠন সেভ দ্য চিলড্রেন।

সেভ দ্য চিলড্রেনের একটি প্রতিবেদনে জানায়, ২০১৫ সাল থেকে ২০১৮ সালের অক্টোবর মাস পর্যন্ত ইয়েমেনের শিশুরা গৃহযুদ্ধ ও খাদ্যের অভাবে চরম অপুষ্টিতে ভুগছে। এর মধ্যে প্রায় সবাই পাঁচ বছর বয়সী শিশু। এতে ৮৫ হাজার শিশুর মৃত্যু হতে পারে।

সংস্থাটি আরো জানায়, গৃহযুদ্ধের কারণে দেশটির বিভিন্ন এলাকা অবরুদ্ধ হয়ে আছে। এজন্য ওই সব এলাকার মানুষ দুর্ভিক্ষের কবলে পরতে পারে।

কয়েক বছর আগে ইয়েমেনের মোট খাদ্য আমদানির প্রায় ৯০ শতাংশ দেশটির হুদাইদা বন্দর দিয়ে আসতো। কিন্তু বর্তমানে বন্দরটি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে আছে। এজন্য বাণিজ্য আমদানির পরিমাণ এক মাসে ৫৫ হাজার মেট্রিক টন কমেছে। এছাড়া বন্দরটির আশেপাশে লড়াই চলতে থাকায় পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন যৌথ বাহিনী হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করলে সংঘর্ষ চূড়ান্ত রূপ নেয়। এ যুদ্ধে ইয়েমেন পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। যৌথ বাহিনীর হামলার ফলে ইয়েমেনের প্রেসিডেন্ট আবদরাব্বু মনসুর হাদি বিদেশে পালিয়ে যেতে বাধ্য হন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এ যুদ্ধে ইয়েমেনে অন্তত ছয় হাজার ৮০০ বেসামরিক লোক নিহত হয়। ১০ হাজার ৭০০ লোক আহত হয়। এ ছাড়া দুই পক্ষের সংঘর্ষ ও যৌথ বাহিনীর আংশিক অবরোধের ফলে অন্তত দুই কোটি ২০ লাখ মানুষের মানবিক সাহায্যের প্রয়োজনীয়তা তৈরি হয়।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!