• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অবশেষে গোলের দেখা পেলেন মেসি, বার্সায় উৎসব


ক্রীড়া ডেস্ক অক্টোবর ২১, ২০২০, ০৯:৫৪ এএম
অবশেষে গোলের দেখা পেলেন মেসি, বার্সায় উৎসব

ঢাকা : গত আসরের কোয়ার্টারে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৮ গোল হজমের পর নতুন মৌসুমে প্রথম ম্যাচ, তাতে পুরনো স্মৃতিকে ঝেরে ফেলার তাড়িত এক জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ মৌসুম শুরু হল বার্সেলোনার।

অধিনায়ক লিওনেল মেসি নিজে গোল করেছেন, সতীর্থের গোলে কখনও সরাসরি, কখনও পার্শ্ব ভূমিকা রেখেছেন। সঙ্গে আনসু ফাতি, ফিলিপে কৌতিনহো, পেদ্রি ও উসমানে ডেম্বেলের গোল। ফলাফল, ফেরেন্সভারোসের বিপক্ষে ৫-১ গোলের উড়ন্ত জয় তুলেছে কাতালানরা।

ন্যু ক্যাম্পে ‘জি’ গ্রুপের ম্যাচে ২৭ মিনিটে মেসির স্পটকিকে লিড নেয় বার্সেলোনা। মেসিকেই ফাউল করেছিল অতিথিরা। তাতে ইউরোপ সেরার মঞ্চে নিজের ১১৬তম গোলটি আনেন এ মহাতারকা।

ম্যাচের ৪২ মিনিটে ডি ইয়ংয়ের সাথে বল দেয়া-নেয়া করে ব্যবধান বাড়ান ফাতি। বিরতির পর ফিরে মেসি-ফাতির পা ঘুরে কৌতিনহোর কাছে যাওয়া বল ৫২ মিনিটে জালে জড়ান ব্রাজিল তারকা।

৭০ মিনিটে স্পটকিকে এক গোল ফিরিয়ে দেয় অতিথিরা। সেই গোলের সুযোগ করে দেয়া জেরার্ড পিকে ৬৮ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

একজন কম নিয়ে পরে ৮২ মিনিটে ফাতির বদলি পেদ্রি স্কোরলাইন আরেকদফা মোটাতাজা করে বসেন। আর ৮৯ মিনিটে ডেম্বেলে দলের পঞ্চম গোলটি করেন মেসির বানিয়ে দেয়া বল দখলে নিয়ে।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!