• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অবশেষে জামায়াত নিয়ে ফখরুলের বিস্ফোরক মন্তব্য


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৭, ২০১৯, ০৬:৫৮ পিএম
অবশেষে জামায়াত নিয়ে ফখরুলের বিস্ফোরক মন্তব্য

ঢাকা: বাংলাদেশের ভবিষ্যতে রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে জামায়াতকে নিয়ে সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শনিবার (১৭ আগস্ট) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

২০ দলীয় জোটেও জামায়াতের অংশগ্রহণ এখন নাম মাত্র জানিয়ে মির্জা ফখরুল বলেন, জামায়াতের সঙ্গে আমাদের যে জোট তার কার্যকারিতা এই মুহূর্তে নেই। আমরা এককভাবে কাজ করছি। ভবিষ্যতে রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে আমরা আমাদের সিদ্ধান্ত নেবো।

দলীয় প্রধান খালেদা জিয়াকে মুক্ত করতে চাইলে বিএনপি নেতাকর্মীদের মাঠে নামতে হবে বলে মনে করেন ফখরুল।

তিনি বলেন, হরতাল দেয়া, রাস্তা-ঘাট বন্ধ করে দেয়ার চেষ্টা করা, এসবে যদি জনগণ সম্পৃক্ত হয় তাহলে ঠিক আছে। কিন্তু শুধুমাত্র কোনো কিছু ভাঙচুর করতে থাকলে তা জনসম্পৃক্ততা থেকে দূরে থাকে। আমরা চেষ্টা করছি আমাদের সাংগঠনিক প্রক্রিয়াকে বাড়িয়ে জনসম্পৃক্ততা সৃষ্টি করতে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!