• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অবিবাহিত মেয়েরা মোবাইল ব্যবহার করলেই জরিমানা


সোনালীনিউজ ডেস্ক জুলাই ১৭, ২০১৯, ০১:২৩ পিএম
অবিবাহিত মেয়েরা মোবাইল ব্যবহার করলেই জরিমানা

ঢাকা : বিয়ের আগে কোনো মেয়ে মোবাইল ব্যবহার করলে শাস্তি হিসেবে তাঁর দেড় লাখ টাকা জরিমানা দিতে হবে। এমন আইন জারি করেছে ভারতে গুজরাটের থাকোর সম্প্রদায়ের 'খাপ' পঞ্চায়ত।

গত রোববার (১৪ জুলাই) গুজরাতের বানাসকান্থার দান্তিওয়াড়া জালোল গ্রামে একটি সভা করে এই নির্দেশ জারি করা হয়। 

ওই সম্প্রদায়ের বৈঠকে আরো সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কোনও মেয়ে পরিবারের অমতে বিয়ে করলে তা অপরাধ হিসেবে গণ্য করা হবে। এই নিয়মগুলিকে গ্রামের লোক তাদের 'সংবিধান' হিসেবে মান্যতা দিয়েছে। কোনও অবিবাহিত মেয়ে এখানে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না বলে নির্দেশ জারি করেছে থাকোর সম্প্রদায়। 

এছাড়া বিয়ের সময় ডিজে পার্টি বা বহু টাকার বাজি পোড়ানোও বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিয়েতে অতিরিক্ত খরচ বন্ধ করতেই এই নির্দেশ বলে জানানো হয়েছে। 

থাকোর সম্প্রদায়ের বৈঠকে আরো সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কোনও মেয়ে পরিবারের অমতে বিয়ে করলে তা অপরাধ হিসেবে গণ্য করা হবে। 

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!