• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অবৈধ অভিবাসী গ্রেফতার করে দেশে পাঠাবে যুক্তরাষ্ট্র


আন্তর্জাতিক ডেস্ক  জুলাই ১৫, ২০১৯, ১২:১৩ পিএম
অবৈধ অভিবাসী গ্রেফতার করে দেশে পাঠাবে যুক্তরাষ্ট্র

ঢাকা : যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানে নেমেছেন অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কর্মকর্তারা। প্রথম পর্যায়ে ১০ লাখ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

রোববার (১৪ জুলাই) স্থানীয় সময় থেকে যুক্তরাষ্ট্র ব্যাপী এ অভিযান শুরু করেছেন দেশটির অভিবাসন ও কাস্টমস। 

যুক্তরাষ্ট্রের অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কর্মকর্তাদের লক্ষ্য, অবৈধ অভিবাসী যাদের বিরুদ্ধে বহিস্কারাদেশ রয়েছে, তাদের গ্রেফতার করে দেশে ফেরত পাঠানো।

শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযান পরিচালনার চূড়ান্ত নির্দেশ দিয়েছেন। লস এঞ্জেলেস, নিউ ইয়র্ক, শিকাগোসহ বড় বড় শহরগুলোতে এই অভিযান চালানো হচ্ছে।

অভিযানে আইসিই এজেন্টরা মূলত মধ্য আমেরিকার অভিবাসীদের টার্গেট করে অভিযান পরিচালনা করছেন বলে জানান আইসিইর ভারপ্রাপ্ত পরিচালক ম্যাথিউস আলবেন্স।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!