• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অবৈধ সুতা, প্রতিযোগিতায় টিকতে পারছে না বস্ত্রকল


নিজস্ব প্রতিবেদক মে ১৯, ২০১৬, ০৬:০৪ পিএম
অবৈধ সুতা, প্রতিযোগিতায় টিকতে পারছে না বস্ত্রকল

খোলাবাজারে ক্রমাগত বেড়েই চলেছে শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা সুতা বিক্রি। এক্ষেত্রে চালানের ঘোষণার তুলনায় পরিমাণে বেশি সুতা আমদানি করা হচ্ছে। তাছাড়া চোরাচালানের মাধ্যমে ভারতীয় সুতাও অবাধে দেশে প্রবেশ করছে। স্থানীয়ভাবে উৎপাদিত সুতার তুলনায় অবৈধ সুতা ২০ শতাংশ কম দামে বিক্রি হচ্ছে। ফলে দেশের বস্ত্রকলগুলো প্রতিযোগিতায় টিকতে পারছে না। বর্তমানে দেশের বিভিন্ন কারখানায় অন্তত ৪শ’ কোটি টাকা মূল্যের সুতা অবিক্রীত পড়ে আছে। টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র মতে, রফতানিমুখী তৈরি পোশাক খাতই হচ্ছে দেশী সুতার বড় ক্রেতা। দেশের বস্ত্রকলগুলো তৈরি পোশাক খাতের নিটের ৯০ শতাংশ সুতা জোগান দেয়। আর স্থানীয় পর্যায় থেকে ওভেনের মোট চাহিদার মাত্র ৩৫ শতাংশ সুতা জোগান আসে। তারপরও ৪শ’ কোটি টাকার সুতার মজুদ থাকায় বস্ত্রকলগুলো নাজুক অবস্থায় পড়েছে। গ্যাস-বিদ্যুৎসহ অবকাঠামো সংকটের পাশাপাশি সুতার দামের অসম প্রতিযোগিতায় স্থানীয় মিলগুলো টিকে থাকতে হিমশিম খাচ্ছে। এমন পরিস্থিতিতে বাধ্য হয়েই অনেক মিল উৎপাদন কমিয়ে দিয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!