• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অর্থ আত্মসাতের মামলায় পৌর মেয়র গ্রেপ্তার


কুড়িগ্রাম প্রতিনিধি মে ২২, ২০১৯, ১০:৩৯ পিএম
অর্থ আত্মসাতের মামলায় পৌর মেয়র গ্রেপ্তার

কুড়িগ্রাম: জেলার নাগেশ্বরী উপজেলার পৌর মেয়র আবদুর রহমান মিয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেপ্তার হয়েছে। ১৫ লাখ ৯৪ হাজার টাকা আত্মসাতের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২২ মে) দুপুরে বিজ্ঞ জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) আশিখুল কবিরের আদালতে পৌর মেয়র জামিনের আবেদন নামঞ্জুর করে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

এর আগে হাইকোর্ট থেকে তিনি চার সপ্তাহের জামিন শেষে নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে তাকে জেল হাজতে নেয়ার আদেশ দেয়া হয়।

দুদকের আইনজীবি অ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন জানান, গত ১৪ মার্চ রংপুর দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক নুর আলম ধারা-৪০৯ পেনাল কোড এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ সনের ৫/২ ধারায় ক্ষমতার অপব্যবহার পূর্বক নাগেশ্বরী হাসপাতালের পৌরকর বাবদ ১৫ লাখ ৯৪ হাজার টাকা সাময়িক আত্মসাতের অপরাধে উপজেলা থানায় একটি অভিযোগ করেন।

অনুসন্ধানে কমিশনের আইন অনুবিভাগের মতামত অনুযায়ী আত্মসাতের দায়ে পৌর মেয়রের নামে মামলা হয়।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!