• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অল্পের জন্য রক্ষা পেলেন সুন্দরবন-১০ লঞ্চের কয়েকশ যাত্রী


নিজস্ব প্রতিবেদক জুন ১৯, ২০১৯, ০৮:১৭ এএম
অল্পের জন্য রক্ষা পেলেন সুন্দরবন-১০ লঞ্চের কয়েকশ যাত্রী

ঢাকা: বরিশাল থেকে ঢাকাগামী সুন্দরবন-১০ লঞ্চে আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে লঞ্চের তিনতলায় পেছনের দিকে সোফার অংশে আগুন লাগে। এতে বড় ধরনের কোনো ক্ষতি না হলেও যাত্রীরা আতিঙ্কত হয়ে পড়েন। প্রাণে বেঁচে যান কয়েকশ যাত্রী।

লঞ্চটি বরিশাল থেকে রাত সাড়ে ৮টার দিকে ছেড়ে যায়। রাত দেড়টার দিকে এটি চাঁদপুরের কাছাকাছি পৌঁছালে এ ঘটনা ঘটে।

লঞ্চের যাত্রী বরিশালের বাবুগঞ্জের বাসিন্দা মৌসুমি আক্তার বলেন, রাত দেড়টার দিকে লঞ্চটিতে ধোঁয়া নির্গমনকারী পাইপে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে চাঁদপুরের ফায়ার সার্ভিস আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

এতে আতিঙ্কত হয়ে লঞ্চের কয়েকজন যাত্রী নদীতে ঝাঁপ দেয়ারও প্রস্তুতি নিচ্ছিলেন বলেন জিয়াউল নামে এক যাত্রী ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন।

লঞ্চের সহকারী সুপারভাইজার মো. দুলাল জানান, ধোঁয়া নির্গমনকারী পাইপ গরম হয়ে আগুন ধরে যায়। তবে কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!