• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আ’লীগের কাজ


সোনালীনিউজ ডেস্ক এপ্রিল ১৯, ২০২০, ০৭:৫৯ পিএম
অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আ’লীগের কাজ

ঢাকা: দলমত নির্বিশেষে ত্রাণ বিতরণের আহ্বান জানিয়ে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, অসহায় দরিদ্রদের কোনো দল নেই, দলীয় চিন্তা করে কেউ যেন ত্রাণ বিতরণ না করেন। রোববার (১৯ এপ্রিল) সকালে টেলিকনফারেন্সে ভোলা সদর উপজেলা কমপ্লেক্স চত্বরে তোফায়েল আহমেদের পক্ষে দ্বিতীয় দফায় ত্রাণ বিরতণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি ওয়ার্ডে ত্রাণ কমিটি গঠন করতে হবে। দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই হচ্ছে আওয়ামী লীগের কাজ।’

সামাজিক দূরুত্ব নিশ্চিত করে ত্রাণ বিতরণের নির্দেশনা দিয়ে তিনি বলেন, ‘স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে চলতে হবে। অসহায় প্রতিটি মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দিবেন। এক জায়গায় জমায়েত হওয়া যাবে না।’ 

দ্বিতীয় দফায় ভোলা সদর উপজেলার ১৩টি ইউনিয়নের ৩ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে তোফায়েল আহমেদের পক্ষে তেল, আটা, লবণ ও চিনি বিতরণ করা হয়। দলীয় নেতাকর্মীরা অসহায় দুস্থ কর্মহীনদের বাড়ি বাড়ি গিয়ে এ ত্রাণ সামগ্রী পৌঁছে দেন। ইতোপূর্বেও সাড়ে ১৫ হাজার মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নবিক, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, নবিক, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। সূত্র : ইউএনবি

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!