• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ায় নতুন করোনাভাইরাসের পুনঃসৃষ্টি


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ২৯, ২০২০, ০৯:৫৫ এএম
অস্ট্রেলিয়ায় নতুন করোনাভাইরাসের পুনঃসৃষ্টি

ঢাকা: চীনের বাইরে এই প্রথম নতুন এক ধরণের করোনা ভাইরাসের পুনঃসৃষ্টি করেছে অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা। তারা দাবি করছে এই নতুন ভাইরাস করোনার চিকিৎসায় উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

অস্ট্রেলিয়ার বিজ্ঞানীদের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন করোনাভাইরাসটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে দেয়া হবে যাতে এটি করোনা ভাইরাসের চিকিৎসায় কাজে লাগানো হয় ।

এদিকে চীন করোনাভাইরাসের মত একটি ভাইরাস পুনঃসৃষ্টি করলেও সেটি পুরোপুরি করোনাভাইরাস নয়। এই বিষয়ে অস্ট্রেলিয়ার পিটার ডোহার্টি ইন্সটিটিউট ফর ইনফেকশন এন্ড ইমিউনিটির বিজ্ঞানী ডক্টর মাইক কেট্টন বলেন, আমরা এই ধরণের ঘটনার কথা চিন্তা করে বহু, বহু বছর ধরে পরিকল্পনা করেছি আর এই কারণে এত দ্রুত সমাধান পেয়ে গেলাম।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে শেষ খবর পাওয়া পর্যন্ত ১০৬ জন নিহত হয়েছেন। এছাড়া এই রোগে আক্রান্ত হয়েছেন সাড়ে চার হাজারের বেশি মানুষ। এদিকে চীনের বাইরে ১৫টি দেশে ৪৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

সোনালীনিউজ/এসআই

Wordbridge School
Link copied!