• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অস্ত্র মামলায় অভিযুক্ত করে সম্রাটের বিরুদ্ধে চার্জশিট


আদালত প্রতিবেদক নভেম্বর ৬, ২০১৯, ০১:৫৯ পিএম
অস্ত্র মামলায় অভিযুক্ত করে সম্রাটের বিরুদ্ধে চার্জশিট

ঢাকা : অস্ত্র মামলায় যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে অভিযুক্ত করে অভিযোগপত্র দিয়েছে র‌্যাব।

বুধবার (৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১) এর উপ-পরিদর্শক শেখর চন্দ্র মল্লিক। আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

১৫ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অস্ত্র ও মাদক মামলায় ১০ দিনের রিমান্ডে পাঠান। রিমান্ড শেষে ২৪ অক্টোবর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

গত সেপ্টেম্বরে ঢাকার মতিঝিলের ক্লাবপাড়ায় র্যাবের অভিযানে অবৈধ ক্যাসিনো চলার বিষয়টি প্রকাশ্যে আসার পর আত্মগোপনে চলে যান যুবলীগের প্রভাবশালী নেতা সম্রাট। গত ৫ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে গ্রেপ্তার করে র‌্যাব।

সেদিন বিকেলে সম্রাটকে সঙ্গে নিয়ে কাকরাইলের ভূইয়া ট্রেড সেন্টারে তার কার্যালয়ে অভিযান চালানো হয়। অভিযান শেষে গুলিসহ একটি বিদেশি পিস্তল, ১১৬০টি ইয়াবা ও ১৯ বোতল বিদেশি মদ ও দুটি ক্যাঙ্গারুর চামড়া পাওয়া যায়।

ক্যাঙ্গারুর চামড়া পাওয়ার কারণে সম্রাটকে তাৎক্ষণিকভাবে বন্যপ্রাণী (সংরক্ষণ) আইনে তাৎক্ষণিকভাবে ছয় মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। সেদিনই তাকে পাঠিয়ে দেওয়া হয় কেরানীগঞ্জের কারাগারে।

পাশাপাশি রমনা থানায় মাদক নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে দুটি মামলা হয় সম্রাটের বিরুদ্ধে। দুই মামলায় তাকে পাঁচদিন করে মোট ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

সম্রাট যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ছিলেন। গ্রেপ্তার হওয়ার পর তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!