• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অহংকারী ভারতের বিদায়ের পর যা বললেন মাশরাফির ভাই


নিউজ ডেস্ক জুলাই ১০, ২০১৯, ০৯:১৭ পিএম
অহংকারী ভারতের বিদায়ের পর যা বললেন মাশরাফির ভাই

ঢাকা: দ্বাদশ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের রোমাঞ্চকর সেমিফাইনালে ভারতকে ১৮ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। এই হারের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যায় ভারত। ভারতের এমন হারের পর থেকে বাংলাদেশের সামজিক যোগাযোগ মধ্যমে ভারতকে নিয়ে ট্রল করে মন্তব্য করছে অনেকেই। এতদিন ক্রিকেট বিশ্বে আধিপত্য দেখিয়েছে ভারত। আর সেই আধিপত্য দেখানও দলকে পাহার থেকে যেন মাঠিতে ফেলে দিল কিউইরা।

এদিকে, এই হারের পর থকেই সামাজিক যোগাযোগ মধ্যমে ভারত দলকে নিয়ে তুমুল ঝড় উঠে। এ জয় যেন নিউজিল্যান্ডের জয় না। গোটা বাংলাদেশের জয়।

এদিকে তাসলিমা হাসান তমা লিখেন, ‘নিউজিল্যান্ডের অসাধারণ বোলিং এ ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ।’

তাছাড়া মঞ্জুরুল মোর্শেদ মর্শাল নামের একজন ফেসবুকে লিখেন, ‘পুরা ওয়ার্ল্ডকাপে গাপটিল যেই কাম করতে পারে নাই, এক ডিরেক্ট থ্রোতে ধনী কে গরিব বানিয়ে সেই কাজ করে দিল।’

এদিকে কোহলিকে বেয়াদপ আক্ষা দিয়ে মামুনুর রহম চয়ন তার ফেসবুকে লিখেন, ‘কোহলির বেয়াদবি আর অহংকারের পতন ঘটল।’

পাশাপাশি টাইগার কপ্তান মাশরাফি বিন মর্তুজার ভাই মোরসালিন বিন মর্তজা তার ফেসবুক লিখেন, ‘এখনো কানে ভাসে। যখনই আমরা বলতাম ‘বাংলাদেশ’ তখনই তারা বলতো হারেগা।’

তাছাড়া আহম্মেদ রিয়াদ নামের একজন লিখেন, ‘ভারতে টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের মুস্তাফিজুরের রান আউটটা ব্যঙ্গ করেছিল ধারাভাষ্যকাররা। ট্রল করেছিল। আজকের ম্যাচের ধোনির রান আউটটা ব্যঙ্গ করা দরকার আছে কি?’

এদিকে কাজী সজিব আহম্মেদ লিখেন, ‘এত খুশি লাগিচ্ছে ক্যারে। এ তো দেখি পৌচাশিক আনন্দ লাগিচ্ছে। বাংলাদেশ হারাতে যতটা না কষ্ট পেয়েছি, ইন্ডিয়া হারাতে তার চেয়ে বেশি আনন্দ পাচ্ছি। অভিনন্দন_ব্যাক_ক্যাপ।’

তাছাড়া আশরাফুল ইসলামের একজন লিখেন, ‘বাংলাদেশের ১৬ কোটি মানুষ আজ ইন্ডিয়ার বিপক্ষে তার কারণ কোহেলির ব্যবহার!’

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!