• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অ্যান্ডারসনের বিষাক্ত সুইংয়ে কঙ্কাল বেড়িয়ে পড়ল ভারতের


ক্রীড়া ডেস্ক আগস্ট ১১, ২০১৮, ১০:৫৪ এএম
অ্যান্ডারসনের বিষাক্ত সুইংয়ে কঙ্কাল বেড়িয়ে পড়ল ভারতের

ঢাকা: জেমস অ্যান্ডারসনের বিষাক্ত সুইংয়ের সামনে পেরে উঠতে পারল না ভারত। বিরাট কোহলিদের ব্যাটিং জারিজুরি শেষ মাত্র ৩৫.২ ওভারে। প্রথম ইনিংসে মাত্র ১০৭ রানে অলআউট হয়ে ড্রেসিংরুমে ফিরল টেস্টের এক নম্বর দল। অ্যান্ডারসন নিয়েছেন পাঁচ উইকেট। বৃষ্টি ভেজা স্যাঁতস্যাঁতে উইকেটে বল নড়তেই বেড়িয়ে পড়ল ভারতের কঙ্কালসার ব্যাটিং।

লর্ডস টেস্টে প্রথম দিনটা বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল। দ্বিতীয় দিন কোহলিদের ব্যাটিং ধুয়ে মুছে সাফ করে দিলেন অ্যান্ডারসন। দিনের শেষে ৩৬ বয়সী অ্যান্ডারসন  বিজয়, রাহুল, রাহানেসহ আরো দুই উইকেট নিলেন। ইংল্যান্ডের হয়ে বাকি কাজটা সারেন পেসার ক্রিস ওকস।

এজবাস্টনে ভারতীয় ব্যাটিংয়ের মুখ রক্ষা করেছিলেন কোহলি-হার্দিক। এদিন সেই দুই মহামূল্যবান উইকেট তুলে নিয়ে ভারতকে আইসিইউতে পাঠিয়ে দেন ওকস। বাকি তিনটি উইকেট নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন স্টুয়ার্ট ব্রড-স্যাম কুরান।

ওপেনিংয়ে শিখর ধাওয়ানের পরিবর্তে রাহুল এলেও ভারতীয় ব্যাটিংয়ের আকাশে জমা হওয়া কালো মেঘ সরেনি। রাহুল ফিরলেন মাত্র ৮ রানে। অপর ওপেনার মুরালি বিজয়ের ইনিংস টিকল মাত্র পাঁচ বল। নামের পাশে শূন্য। মিডল অর্ডারে কোহলির প্রতি অতিনির্ভরতা কোন স্তরে গিয়ে দাঁড়িয়েছে সেটা স্কোরকার্ড দেখলেই বোঝা যায়।

অধিনায়কের সঙ্গে ভুল বোঝাবুঝির খেসারত দিয়ে রান আউট হয়ে ফিরলেন পূজারা। সংগ্রহ মাত্র ১রান। রাহানে ফিরলেন ১৮ রানে। হার্দিক ১১ আর কার্তিক ১ রানে। শেষ বেলায় অশ্বিন ২৯ রান না তুললে আরো বড় লজ্জার মুখে পড়তে হতে পারত। ১০৭ রানেই শেষ টেস্টের এক নম্বর দল। তৃতীয় দিন কিভাবে এখান থেকে কোহলি দল ঘুরে দাঁড়ায় এখন সেটাই দেখার।


সোনালীনিউজ/আরআইবি/আকন

Wordbridge School
Link copied!