• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অ্যাপলের বিরুদ্ধে ৬৪ হাজার আইফোন ব্যবহারকারীর মামলা!


বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক এপ্রিল ১, ২০১৮, ০৩:৫৭ পিএম
অ্যাপলের বিরুদ্ধে ৬৪ হাজার আইফোন ব্যবহারকারীর মামলা!

ঢাকা : আইফোন নির্মাতা কোম্পানি অ্যাপলের বিরুদ্ধে মামলা করেছেন দক্ষিণ কোরিয়ায় ৬৩ হাজার ৭৬৭ জন আইফোন ব্যবহারকারী। আইফোন ব্যবহারকারীদের পক্ষে এ মামলা লড়ছে হ্যানোরি নামের একটি আইনি প্রতিষ্ঠান। খবর এনডিটিভি গেজেট।

দেশটিতে অ্যাপলের বিরুদ্ধে এটা সবচেয়ে বড় ক্লাস-অ্যাকশন মামলা বলে শুক্রবার কর্তৃপক্ষ জানিয়েছে। সিউলের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট আদালতে অ্যাপল ও আইফোনের স্থানীয় নির্মাতা অ্যাপল কোরিয়াকে মামলার বিবাদী করা হয়েছে।

আইনি প্রতিষ্ঠান হ্যানোরি জানায়, সফটওয়্যার হালনাগাদের আড়ালে ত্রুটিপূর্ণ ব্যাটারি সমস্যা চাপা দিচ্ছে অ্যাপল।

আইফোন ব্যবহারকারীরা অ্যাপলের কাছ থেকে প্রতিটি আইফোনের জন্য ১৮৮ ডলার করে ক্ষতিপূরণ চেয়েছেন। শুরুতে এই মামলায় চার লাখ ব্যবহারকারী যুক্ত থাকার কথা বললেও পরিচয় শনাক্ত ও প্রয়োজনীয় তথ্য যাচাই করার সময় তা ৬৩ হাজার ৭৬৭ জনে নেমে আসে।

অ্যাপলের বিরুদ্ধে নতুন আইফোন কিনতে মানুষকে বাধ্য করার জন্য ইচ্ছাকৃতভাবে পুরনো আইফোনগুলোর গতি কমানোর অভিযোগ উঠেছে। ব্যবহারকারীর আইফোনকে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হওয়া ঠেকাতে এ গতি কমানো হয় বলে অ্যাপল দাবি করে।

সোনালীনিউজ/জেডআরসি

Wordbridge School
Link copied!