• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আ. লীগের ১১ বিএনপির ১৩ প্রার্থীর মনোনয়ন ফরম ক্রয়


ঝালকাঠি প্রতিনিধি নভেম্বর ১৩, ২০১৮, ০৮:২৬ পিএম
আ. লীগের ১১ বিএনপির ১৩ প্রার্থীর মনোনয়ন ফরম ক্রয়

ঝালকাঠি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠির দুটি আসনে আওয়ামী লীগ ও বিএনপির দলীয় মনোনয়ন ফরম কিনেছেন ২৪জন সম্ভাব্য প্রার্থী। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমুসহ ১১ জন। ধানমণ্ডি দলীয় সভানেত্রীর কার্যালয় থেকে তারা মনোনয়ন ফরম ক্রয় করেন। এদিকে বিএনপি থেকে প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনেছেন দলের ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরসহ ১৩ জন। নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম ক্রয় করেন তারা।

দলীয় সূত্রে জানা যায়, ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান সংসদ সদস্য বজলুল হক হারুন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহসম্পাদক মো. মনিরুজ্জামান মনির, স্টামফোর্ড ইউনিভার্সিটির চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ, বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহসাংগঠনিক সম্পাদক কেশোয়ারা সুলতানা ও রাজাপুর উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মুকুল মৃধা।

এদিকে ঝালকাঠি-২ (সদর ও নলছিটি) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য গোলাম কবির রাব্বানি চিনু, কেন্দ্রীয় যুব লীগের সহসম্পাদক মিল্লাত হোসেন, ঝালকাঠি জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাবেক পৌর মেয়র আফজাল হোসেন ও যুগ্ম সম্পাদক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সুলতান হোসেন খান।

অপরদিকে ঝালকাঠিতে দুটি সংসদীয় আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনেছেন ১৩ জন। এদের মধ্যে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসন থেকে মনোনয়ন ফরম ক্রয় করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর, বিএনপি নেতা রফিকুল ইসলাম জামাল, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত, মুহাম্মদ ফয়জুল হক, নারী নেত্রী মমতাজ বেগম।

অন্যদিকে ঝালকাঠি-২ (সদর ও নলছিটি আসন থেকে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টু, সহসভাপতি মিঞা আহমেদ কিবরিয়া, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর, সৈয়দ মোয়াজ্জেম হোসেন, জেলা যুবদল সভাপতি জি এম সবুর কামরুল ও কেন্দ্রীয় বাস্তুহারা দলের সাধারণ সম্পাদক খন্দকার অহিদুল ইসলাম বাদল। ইসরাত সুলতানা ইলেন ভূট্টোর পক্ষে স্থানীয় কয়েকজন নেতাকর্মী এবং মাহাবুবুল হক নান্নু কারাগারে থাকায় তাঁর পক্ষে স্ত্রী মনোনয়ন ফরম ক্রয় করেন। এ ছাড়া অন্যরা নিজে উপস্থিত থেকে দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম ক্রয় করেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!