• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আইনজীবী ইউনুছ আলী আকন্দকে পেশা থেকে বরখাস্ত


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৭, ২০২০, ০৩:১১ পিএম
আইনজীবী ইউনুছ আলী আকন্দকে পেশা থেকে বরখাস্ত

ঢাকা : দেশের ফেসবুকে ভার্চুয়াল আদালত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিরূপ মন্তব্য করে পোস্ট দেয়ায় সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের আইনজীবী পেশা বা কাজ থেকে ২ সপ্তাহ বিরত থাকার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

রোববার (২৭ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন।

একই সাথে তাকে আগামী ১২ অক্টোবর আদালতে সশরীরে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। কেন ওই আইনজীবীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না, তার ব্যাখ্যা আগামী ১১ অক্টোবরের মধ্যে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইনজীবীর পোস্টটি আদালতের সামনে আনেন। এ সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলও আদালতের সঙ্গে সংযুক্ত ছিলেন।

উল্লেখ্য, জনস্বার্থে বিভিন্ন ইস্যু দেশের সর্বোচ্চ আদালতে রিট করে জনপ্রিয় হয়ে উঠেন আইনজীবী ইউনুস আলী আকন্দ।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!