• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আইনজীবীর কঠোর সমালোচনা করলেন কঙ্গনা


বিনোদন ডেস্ক জানুয়ারি ২৫, ২০২০, ০৯:০২ পিএম
আইনজীবীর কঠোর সমালোচনা করলেন কঙ্গনা

ঢাকা : ভারতের বহুল আলোচিত নির্ভয়া ধর্ষণ মামলায় নির্যাতিতার মা-বাবার কাছে চার ধর্ষককে ক্ষমা করার অনুরোধ জানিয়েছিলেন দেশটির প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিংহ। এ নিয়ে তার সমালোচনা কম হয়নি। এবার তাকে একহাত নিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। বলেছেন, ‘তাকে ওই ধর্ষকদের সঙ্গে চার দিন জেলে রেখে দেওয়া উচিত। তিনি কেমন নারী, যে ধর্ষকদের প্রতি সমব্যথী? তার মতো নারীরাই রাক্ষসের জন্ম দেন।’ সম্প্রতি ভারতের সোশ্যাল মিডিয়ায় তার এমন বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে।

এখানেই থামেননি কঙ্গনা। তার ভাষায়, ‘আমার মনে হয় না ধর্ষকদের এভাবে চুপচাপ মারা উচিত। এভাবে মেরে ফেলে কোনো ফায়দা নেই। ধর্ষকদের জনসমক্ষে প্রকাশ্যে রাস্তার ওপর ঝোলানো উচিত।’

শুক্রবার কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর স্বামী রাজীব গান্ধীর খুনিকে ক্ষমা করে দেওয়ার প্রসঙ্গ তুলে ইন্দিরা টুইটারে নির্ভয়ার মাকে বলেছিলেন, ‘আমরা আপনার কষ্ট বুঝতে পারছি। আপনার সঙ্গেই রয়েছি। তবে সনিয়া গান্ধী যেমন রাজীব গান্ধীর আততায়ী নলিনীকে ক্ষমা করে দিয়েছিলেন, সেই রকম নির্ভয়ার মায়েরও উচিত ধর্ষকদের ক্ষমা করে দেওয়া।’

তার এমন মন্তব্যে সংবাদমাধ্যমের সামনেই কান্নায় ভেঙে পড়েন নির্ভয়ার মা আশা দেবী। তিনি বলেন, ‘কে ইন্দিরা জয়সিংহ? উনি আমাকে পরামর্শ দেওয়ার কে? গোটা দেশ যখন ধর্ষকদের ফাঁসি চাইছে, তখন বুঝতে পারছি তার মতো কয়েকজনের জন্যই ধর্ষণের শিকার নারীরা এদেশে যথাযথ বিচার পান না।’

নির্ভয়ার মা জানান, টানা সাত বছর ধরে মামলা চলার সময় সুপ্রিম কোর্টে প্রবীণ অ্যাডভোকেট ইন্দিরা জয়সিংহের সঙ্গে তার বেশ কয়েকবার দেখা হয়েছে। কীভাবে দিন কাটাচ্ছেন তিনি, তা একবারও জানতে চাননি ওই নারী আইনজীবী।

আশা দেবী বলেন, ‘ধর্ষকদের পক্ষ নিয়েই তাদের রোজগার হয়। তাই ধর্ষণের ঘটনা ভারতে বন্ধ হয় না।’

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!