• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আইপিএলের উদ্বোধনীতে এই প্রথম...


ক্রীড়া ডেস্ক মার্চ ১৯, ২০১৯, ০৮:০৭ পিএম
আইপিএলের উদ্বোধনীতে এই প্রথম...

ছবি: সংগৃহীত

ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হলেই আকাশে বাতাসে টাকার পাশাপাশি আনন্দ উত্তেজনাও উড়তে শুরু করে। আগামী ২৩ মার্চ চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচ দিয়ে গড়াচ্ছে বিশ্বের সব থেকে জনপ্রিয় এই টি-টোয়েন্টি আসর।

কিন্তু অবিশ্বাস্যবাবে এবারের আইপিএলে থাকছে না কোনও উদ্বোধনী অনুষ্ঠান। মূলত উদ্বোধনী অনুষ্ঠানের পেছনে যে অর্থ খরচ হতো তা এবার গত মাসে কাশ্মীরের পুলওয়ামাতে সন্ত্রাসী হামলায় নিহত সেনা সদস্যদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

সেই সঙ্গে সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে এবার নতুন সিদ্ধান্ত নিল আইপিএল আয়োজক কমিটি। চেন্নাইয়ের এম এ চিদ্মবরম স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর সময় সেনা সদস্যদের দ্বারা একটি মিলিটারি ব্যান্ড পারফর্ম পরিচালিত হবে।

এ প্রসঙ্গে আয়োজকদের এক মুখপাত্র ভারতীয় সংবাদমাধ্যমে বলেন, ‘ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশন কমিটির সদস্য এবং খেলোয়াড়রা ম্যাচ শুরুর আগে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। পুরো অনুষ্ঠানটাই মূলত সন্ত্রাসী হামলায় নিহত সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যেই করা হবে।’

সোনালীনিউজ/জেডআই

Wordbridge School
Link copied!