• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইসোলেশনে ইসরাইলের প্রধানমন্ত্রী


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ৩১, ২০২০, ১২:৫২ এএম
আইসোলেশনে ইসরাইলের প্রধানমন্ত্রী

ঢাকা : চলমান মহামারী করোনা ভাইরাসে আক্রান্তের আশঙ্কায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আইসোলেশনে রাখা হয়েছে। নেতানিয়াহুর সংসদীয় উপদেষ্টা করোনায় আক্রান্ত হওয়ায় এক সপ্তাহের জন্য তাকে আইসোলেশন করা হবে। উপদেষ্টা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে তিনিও করোনা ঝুঁকিতে আছেন। খবর আনাদলু এজেন্সির।

ইসরাইলের প্রধানমন্ত্রী অফিসের এক বিবৃতিতে সোমবার (৩০ মার্চ) এ তথ্য জানানো হয়েছে।

আনাদলু এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে, নেতানিয়াহুর সংসদীয় উপদেষ্টা রিভকা পালুচ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার আক্রান্ত হওয়ার পর ইসরাইলি প্রধানমন্ত্রী দ্বিতীয়বারের মতো করোন ভাইরাস পরীক্ষা করবেন।

নেতানিয়াহুর অফিস থেকে বলা হয়েছে, করোনা ভাইরাস পরীক্ষার রিপোর্ট না পাওয়া পর্যন্ত নেতানিয়াহু ও তার স্টাফদের সাময়িকভাবে আইসোলেশনে রাখা হয়েছে।

নেতানিয়াহুর ওই সহযোগী আইনসভা নেসেটের সদস্য। গত কয়েকদিন নেতানিয়াহু, নেসেট সদস্য ও অন্যান্যদের সংস্পর্শেই ছিলেন। ফলে স্বাভাবিকভাবেই তার আক্রান্ত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!