• ঢাকা
  • বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
সদর উপজেলা পরিষদ নির্বাচন

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী দুই ডজন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানুয়ারি ২১, ২০১৯, ০৫:৩৮ পিএম
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী দুই ডজন

চাঁপাইনবাবগঞ্জ : সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের জন্য মোট ২৬ জন মনোনয়ন প্রত্যাশী প্রার্থী তাদের আবেদন জমা দিয়েছেন। শুক্রবার (১৮ জানুয়ারি) আবেদনপত্র জমা দেবার শেষ দিনের এই তথ্য দেন উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় গঠিত মনোনয়ন বোর্ড।

তথ্যানুযায়ী আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন দলটির সম্ভাব্য প্রার্থীরা দলীয় মনোনয়ন পেতে জোর তৎপরতা চালাচ্ছেন। আর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রার্থীদের অনুসারীরা চালাচ্ছেন ব্যাপক প্রচার প্রচারণা।

এদিকে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে শনিবার (১২ জানুয়ারি) উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ৩ সদস্যের মনোনয়ন বোর্ড গঠন করা হয়। মনোনয়ন বোর্ডের সদস্যরা হলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আবু নজর হোসেন খান ব্রিটিশ, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. হাফিজুর রহমান হাফিজ এবং পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরিফুল আলম। পরে এই ৩ সদস্যের মনোনয়ন বোর্ড আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আগ্রহীদের শুক্রবারের (১৮ জানুয়ারি) মধ্যে আবেদনপত্র জমাদানের নির্দেশ দেন।

দলীয় সূত্রে জানা গেছে, এ সময়ের মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৭ জন প্রার্থী আবেদন করেছেন। আবেদনকারীরা হচ্ছেন- পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, জেলা কৃষক লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য মো. আব্দুল হাকিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. তাজিবুর রহমান, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. জিয়াউর রহমান তোতা, সদর উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান মাওলানা সোহরাব আলী এবং নিশান বেকারীর পরিচালক মাসুদ রানা।

অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে আবেদন করেছেন ১৫ জন মনোনয়ন প্রত্যাশী। ভাইস চেয়ারম্যান পদে আবেদনকারীরা হলেন- পল্লী বিদ্যুৎ সমিতি চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি মনিরুল ইসলাম, ইসলামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধার সন্তান অনিকুল ইসলাম অনিক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন ও শাহান শাহ আকবর, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক লেনিন প্রামাণিক, উপজেলা যুবলীগের সহ-সভাপতি তসিকুল আলম বাবলু ও শাহনেওয়াজ কবির দুলাল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোসফিকুর রহমান টিটু, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কৌশিক আহমেদ, শাহজাহানপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, শাহজালাল শাহিন, মনির হোসেন বকুল, আব্দুল গণি, সৈয়দ লিয়াকত আলী লিটন এবং তাজিবুর রহমান।

এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে আবেদনকারীরা হলেন- শরিফা খাতুন বেবী, তাসমিম আক্তার কলি, মাতুয়ারা বেগম ও নাসরিন পারভীন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!