• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আওয়ামী লী‌গের ৩২ নেতা-কর্মী আটক


গাজীপুর প্রতিনিধি মার্চ ২৩, ২০১৯, ১১:৪০ এএম
আওয়ামী লী‌গের ৩২ নেতা-কর্মী আটক

গাজীপুর: উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় গাজীপুরের শ্রীপুরের বিভিন্ন এলাকা থেকে ৩২ জনকে আটক করেছে পুলিশ। আটকরা সবাই উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।

শুক্রবার রা‌তে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে আটকদের নাম জানা সম্ভব হয়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জা‌বেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচনী আচরণবি‌ধি লঙ্ঘন ক‌রে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে প্রচারণা চালা‌নোর অভিযোগে আওয়ামী লী‌গের ৩২ নেতা-কর্মী‌কে আটক করা হ‌য়ে‌ছে। তাদের বিরু‌দ্ধে আইনগত ব্যবস্থা প্র‌ক্রিয়াধীন।

উল্লেখ্য, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণ রোববার অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের অপেক্ষায় থাকা ১১৭টি উপজেলার মধ্যে শ্রীপুরও একটি।

নির্বাচনী আইন অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে নির্বাচনী প্রচার বন্ধ করতে হয়। ভোটগ্রহণ শুরু হবে ২৪ মার্চ সকাল ৮টায়। সে হিসেবে শনিবার (২২ মার্চ) রাত ১২টার পর আর প্রচার চালানোর সুযোগ নেই।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!