• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আগামীকাল থেকে মনোনয়ন বাতিলের আপিল নিষ্পত্তি শুরু


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৫, ২০১৮, ০৭:১২ পিএম
আগামীকাল থেকে মনোনয়ন বাতিলের আপিল নিষ্পত্তি শুরু

ফাইল ফটো

ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমেদ জানিয়েছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিলের শুনানি ও নিষ্পত্তি আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হবে।

বুধবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

ইসি সচিব বলেন, নির্বাচনে নিবন্ধিত দলগুলো যাকে প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনকে জানাবে তিনিই হবেন দলীয় বৈধ প্রার্থী।

হেলালুদ্দীন আহমদ বলেন, আগামীকাল বৃহস্পতিবার থেকে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিলের শুনানি ও নিষ্পত্তি করা হবে। ধারাবাহিকভাবে এ কার্যক্রম শুরু হয়ে শেষ হবে শনিবার (৮ ডিসেম্বর)।

তিনি বলেন, বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) ক্রমিক ১ থেকে ১৬০ পর্যন্ত আপিলের নিস্পত্তি করা হবে। এছাড়া শুক্রবার (৭ ডিসেম্বর) ১৬১ থেকে ৩১০ পর্যন্ত আর শনিবার (৮ ডিসেম্বর) ৩১১ থেকে ৫৪৩ পর্যন্ত বাতিল হওয়া মনোনয়নপ্রার্থীর আপিলের নিষ্পত্তি করা হবে।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!