• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আগুন লাগার ১০ মিনিটের মাথায় ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২০, ২০১৯, ০৭:২২ পিএম
আগুন লাগার ১০ মিনিটের মাথায় ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস

ঢাকা: রাজধানী সুপার মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৫টা ১৫ মিনিটে আগুনের সূত্রপাত। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের চেষ্টায় প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। 

ফায়ার সার্ভিসের উর্ধতণ এক কর্মকর্তা জানান, আগুন লাগার সাথে সাথে ৯৯৯ নম্বরে ফোন করলে আগুন লাগার ১০ মিনিটের মাথায় ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস। সাথে সাথে আগুন নেভার কাজ শুরু করে। 

এদিকে, আগুনের কারণে টিকাটুলি এলাকায় বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে। আগুন যাতে আশপাশে ছড়াতে না পারে সেজন্য ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছে। মার্কেটের আশপাশে সালাউদ্দিন স্পেশালাইজড হাসপাতাল। আশপাশে কয়েকটি রেস্টুরেন্ট আছে, যেখানে সিলিন্ডার থাকতে পারে। তাই বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, মার্কেটটি টিনশেডের তাই আগুন নিয়ন্ত্রণে তাদের বেগ পেতে হচ্ছে। এছাড়া মার্কেটের দুই পাশে দোকান, মাঝে সরু গলি রয়েছে। সেখানে কেউ আটকে পড়েছে কি-না তা নিশ্চিত করছেন।

দোতলার দোকানি আয়নাল হোসেন জানান, পরিবহন শ্রমিকদের ধর্মঘটের কারণে অনেক পার্টি আসতে পারেনি। মার্কেটে লোক স্বাভাবিকের চেয়ে কম ছিল। আগুনের খবর পেয়ে প্রথমে আমরা আগত ক্রেতাদের বের করার চেষ্টা করি। পরে নিজেরা বের হই।

এদিকে আগুনকে কেন্দ্র করে এলাকায় অনেক উৎসুক জনতা ভিড় করছে। তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করছে পুলিশ।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার পলাশ চন্দ্র মোদক জানান, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আমাদের ২২টি ইউনিট পাঠানো হয়েছে। তবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষিণকভাবে কিছুই জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!