• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আঙুল কেটে শোক পালন (ভিডিও)


ফিচার ডেস্ক জুন ২২, ২০১৬, ১২:২৮ পিএম
আঙুল কেটে শোক পালন (ভিডিও)

প্রিয়জন চলে গেলে শোকে কাতর হই সবাই। কিন্তু প্রিয়জন হারানোর শোকে নিজেদের আঙুল কেটে ফেলার ঘটনা বিরল। আর যুগের পর যুগ ধরে এই সংস্কৃতি বয়ে বেড়াচ্ছে ইন্দোনেশিয়া ও পাপুয়া নিউগিনির দানি উপজাতি গোষ্ঠি।

কারো প্রিয়জন চলে গেলে দানি উপজাতির নারীরা তাদের আঙুল কেটে ফেলেন। প্রিয়জনের প্রতি শোক ও সহমর্মিতা প্রকাশের পাশাপাশি আঙুল বিসর্জনের এ ঘটনা তারা অলৌকিক ক্ষমতার প্রতি নিজেদের আনুগত্যতার বহিঃপ্রকাশ বলে মনে করেন তারা।

দ্য গ্লোব অ্যান্ড মেইলের মতে, পৃথিবীতে এখনো প্রায় আড়াই লক্ষ দানি উপজাতির মানুষ টিকে আছেন, যারা এ সংস্কৃতি ধরে রেখেছেন, যদি রাষ্ট্র আগুল কেটে ফেলার এ প্রথাকে নিষিদ্ধ করেছেন।

ভিডিও দেখুন : 

 

Wordbridge School
Link copied!