• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আচরণবিধি ভেঙে আ. লীগ এমপি’র পক্ষে আনন্দ মিছিল


ফরমান শেখ, টাঙ্গাইল প্রতিনিধি নভেম্বর ১৯, ২০১৮, ০৬:৩৬ পিএম
আচরণবিধি ভেঙে আ. লীগ এমপি’র পক্ষে আনন্দ মিছিল

ছবি: সোনালীনিউজ

টাঙ্গাইল : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইল-৪, কালিহাতী আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিশ্চিত হওয়ার খবরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সরকার দলীয় এমপি হাছান ইমাম খানের পক্ষে আনন্দ মিছিল করেছে কর্মী-সমর্থকরা।

সোমবার (১৯ নভেম্বর) দুপুরে কালিহাতী উপজেলার এলেঙ্গায় ওই আনন্দ মিছিল করা হয়।

এ সময় দশকিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক ভূঁইয়ার নেতৃত্বে আনন্দ মিছিলটি শামছুল হক ডিগ্রি কলেজের সামনে থেকে শুরু হয়ে এলেঙ্গা বাসস্টেশনে এলে পুলিশ বাধা দেয়। পরে আবার মিছিলটি ঘুরিয়ে শামছুল হক ডিগ্রি কলেজের সামনে গিয়ে শেষ হয়।

আনন্দ মিছিলে কালিহাতী আওয়ামী যুবলীগের সভাপতি নুরুন্নবী সরকার, সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা, আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান, শফিকুল ইসলামসহ এমপি হাছান ইমাম খানের সমর্থক অর্ধ শতাধিক নেতাকর্মী মিছিলে অংশ নেয়।

এ বিষয়ে টাঙ্গাইল জেলা নির্বাচন অফিসার এ এইচ এম কামরুল হাসান জানান, তফসিল ঘোষণার পর থেকে প্রতীক বরাদ্দের পূর্ব পর্যন্ত কোনো রকম সভা-সমাবেশ বা প্রচার-প্রচারণা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন বলে গণ্য হওয়ার বিধান রয়েছে।

এ সময়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের বিষয় দেখভাল করার জন্য নির্বাহী অফিসার নিয়োগ দেয়া হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!