• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আজ দেশে আসছে ‘রাজহংস’


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৪, ২০১৯, ০৮:৩৬ এএম
আজ দেশে আসছে ‘রাজহংস’

ঢাকা: বিমানের চতুর্থ ড্রিমলাইনার রাজহংস বাংলাদেশ আসছে আজ। শনিবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকাল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে অবতরণ করবে নতুন এই ড্রিমলাইনার।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় এটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। তার আগে লাল ফিতা কেটে নতুন ড্রিমলাইনারের যাত্রার উদ্বোধন হয়।  ফ্লাইটি পরিচালনা করছেন বিমানের পাইলট ক্যাপ্টেন শোয়েব চৌধুরী, ক্যাপ্টেন সরওয়ার, ফাস্ট অফিসার জামিল ও আতিয়াব। বিরতিহীনভাবে ১৫ ঘণ্টা চালিয়ে এই ড্রিমলাইনার নিয়ে আসছেন তারা।

এর আগে আনুষ্ঠানিকভাবে বিমানকে রাজহংসের ক্লিয়ারেন্স সার্টিফিকেটসহ চাবি বুঝিয়ে দেয়া হয়েছে।যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১২ সেপ্টেম্বর সকালে মালিকানা হস্তান্তর অনুষ্ঠান হয়।

বিমানকে উড়োজাহাজের মালিকানা হস্তান্তর করেন বোয়িং পরিচালক (ডেলিভারি কন্টাক্ট) জন বর্বার এবং বিমানের পক্ষে পরিচালক (প্রকিওরমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্ট) মো. মমিনুল ইসলাম মালিকানা বুঝে নেন। এ সময় বিমানের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) মোহাম্মদ ইনামুল বারী, পরিচালক (প্রশাসন) জিয়াউদ্দিন আহমেদসহ বিমান ও বোয়িংয়ের কর্মকর্তারা  উপস্থিত ছিলেন।

ড্রিমলাইনার উড়োজাহাজ ‘রাজহংস’ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দেশে আসার কথা থাকলেও রাডারে ত্রুটি দেখা দেওয়ায় তা সারাতে ৪৮ ঘণ্টা সময় নেয় নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং।

বিমানের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, ‘উড়োজাহাজ রাজহংস ১৪ সেপ্টেম্বর দেশে আসবে। ওয়াটার ক্যাননের মাধ্যমে রাজহংসকে স্বাগত জানানো হবে।’

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!