• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আজ মাঠে নামছে সাকিবের কেকেআর


স্পোর্টস ডেস্ক মে ১৪, ২০১৬, ১১:৫১ এএম
আজ মাঠে নামছে সাকিবের কেকেআর

১১ ম্যাচে ৬ পয়েন্ট। মহেন্দ্র সিং ধোনির রাইজিং পুনে সুপার জায়ান্টসের এই হিসাব-কিতাব কী তবে বাকি ম্যাচগুলোতেও বেশ প্রভাব ফেলবে। ধোনি আছেন বলেই কেউ নিশ্চিত ভরসা নিয়ে এই দলটির বিপক্ষে মাঠে নামতে পারে না। টানা ৬দিনের একটা বিরতি দিয়ে ঝরঝরে হয়ে যাওয়ার পর কলকাতাও পারছে না।

লম্বা একটা বিরতি। এবারের আইপিএলে কেউ এত বড় বিরতি পেয়েছে কি না সন্দেহ। সেই ৮ মে ইডেন গার্ডেন্সে গুজরাট লায়ন্সের মুখোমুখি হয়েছিল সাকিব আল হাসানরা। বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। ওই ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠতে পারলেও দলকে জেতাতে পারেননি সাকিব আল হাসান।

৬দিনের বিরতির পর আজ তারা মুখোমুখি হচ্ছে পুনে সুপার জায়ান্টসের। মহেন্দ্র সিং ধোনিদের হারাতে পারলে সেরা দুইয়ে উঠে আসতে পারবে শাহরুখ খানের দল। কারণ তখন ১১ ম্যাচে তাদের পয়েন্ট হয়ে যাবে ১৪। সমান ১৪ পয়েন্ট করে নিয়ে প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছে সানরাইজার্স হায়দারাবাদ এবং গুজরাট লায়ন্স। কেকেআর জিতলে রান রেটের ব্যবধানে তারাই গুজরাটকে ঠেলে উঠে আসবে দ্বিতীয় স্থানে।

আইপিএলের শুরু থেকেই অফফর্মে ছিলেন সাকিব আল হাসান। দুর্দিন কাটাতে তিনি হঠাৎ হাজির হয়েছিলেন ঢাকায় তার গুরু সালাউদ্দির কাছে। গোপনে দু’দিন নিবিড় অনুশীলন শেষে ফিরে গিয়েই বাজিমাত করলেন। ফিরেছেন রানে। ৬৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তিনি।

ফর্মে ফিরেছেন ইউসুফ পাঠান। গুজরাটের বিপক্ষে তিনিও ফর্মে ফিরেছিলেন। দলের অন্যদের মধ্যে মানিশ পান্ডের হয়েছিলো চিকেন ফক্স। সেখান থেকে সেরে উঠেছেন তিনিও। আন্দ্রে রাসেল ব্যাটে-বলে আছেন সমান ফর্মে। সুনিল নারিনের ফেরার অব্যাহত চেষ্টা নাইট শিবিরকে উজ্জীবিত করে রাখছে। তবুও আগের ম্যাচে পরাজয় কিছুটা হলেও ব্যাকফুটে ঠেলে রাখছে কেকেআরকে। সে হারের ক্ষত কাটিয়ে আজ কী তবে জয়ের ধারায় ফিরতে পারবে নাইট শিবির?

পুনে সুপার জায়ান্টসের তো এমনিতেই কোন সুযোগ নেই প্লে অফে খেলার। তবুও একটা সুক্ষ হিসেব নাকি রয়েছে তাদের। আজ জিততে পারলে সেই সুক্ষ হিসেব টিকে থাকবে। হারলে সেই সম্ভাবনাটাও শেষ হয়ে যাবে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!