• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আজ মিয়ানমার যাচ্ছেন সেনাপ্রধান


সোনালীনিউজ ডেস্ক ডিসেম্বর ৮, ২০১৯, ০৯:৪১ এএম
আজ মিয়ানমার যাচ্ছেন সেনাপ্রধান

ঢাকা : বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ৪ দিনের রাষ্ট্রীয় সফরে আজ মিয়ানমার যাচ্ছেন। রোববার  (৮ ডিসেম্বর) তিনি মিয়ানমারের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন।

এর আগে শনিবার (৭ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সফরের সময় তিনি মিয়ানমার সশস্ত্র বাহিনীর উপপ্রধান ও সেনাবাহিনী প্রধান ভাইস সিনিয়র জেনারেল সো উইনয়ের সঙ্গে দেখা করবেন।

এতে আরো জানানো হয়, সাক্ষাৎকালে তারা দুদেশের সেনাবাহিনীর মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন, প্রশিক্ষণ বিনিময়, শুভেচ্ছা সফর ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিসহ জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের বাংলাদেশ থেকে প্রত্যাবর্তন সংক্রান্ত বিষয়ে আলোচনা করবেন।  পাশাপাশি সীমান্ত এলাকায় সড়ক নির্মাণ এবং মিয়ানমার কর্তৃক সীমান্ত এলাকায় স্থল মাইন ও আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইজ) স্থাপন সম্পর্কেও আলোচনা হতে পারে।

তিনি মিয়ানমারের ন্যাশনাল ডিফেন্স কলেজ, কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, সামরিক জাদুঘরসহ একাধিক সামরিক/অসামরিক স্থাপনা ঘুরে দেখবেন।

সফর শেষে সেনাবাহিনী প্রধান ডিসেম্বরের ১১ তারিখ (বুধবার) মিয়ানমার থেকে দেশে ফিরবেন।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!