• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আজ শুভ বড়দিন


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২৫, ২০১৮, ০৯:৫০ এএম
আজ শুভ বড়দিন

ঢাকা: খ্রিষ্টধর্মাবলম্বীদের সবথেকে বড় ধর্মীয় উৎসব আজ। এ দিনটিতেই পৃথিবীর বুকে এসেছেন খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট। তাইতো খুশির এ দিনটি খ্রিষ্টধর্মাবলম্বীদের জন্য উৎসবের বার্তা বহন করে।

আজ ২৫ ডিসেম্বর ‘শুভ বড়দিন’। মানবতা ও কল্যাণের বার্তা পৌঁছে দিয়ে মানব জাতিকে সঠিক পথে পরিচালিত করতেই এ ধরায় জন্ম নিয়েছিলেন যিশুখ্রিষ্ট।

বড়দিন উপলক্ষে আজ সারাদেশে সরকারি ছুটি। বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও দিবসটি উদযাপন করা করা হয় আনন্দ-উৎসব ও প্রার্থনার মাধ্যমে। দেশের গির্জাগুলোতে করা হবে বিশেষ প্রার্থনা। দেশের খ্রিষ্টধর্মাবলম্বীরা আনন্দ-উৎসবের মধ্যে দিয়ে বড়দিন পালন করবেন। আয়োজন গুলোর মধ্যে রয়েছে, ক্রিসমাস ট্রি সাজানো, সান্তাক্লজের উপহার, স্বজনদের বাড়িতে ও বিনোদনকেন্দ্রে বেড়াতে যাওয়া। বড়দিনের বিশেষ কেকও থাকবে বিশেষ আয়োজন হিসেবে।

এদিকে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। এতে তারা দেশের খ্রিষ্টধর্মাবলম্বীদের বড়দিনের শুভেচ্ছা জানান। এতে বলা হয়, সমাজে শান্তি ও সাম্য প্রতিষ্ঠায় যিশুখ্রিষ্টের শিক্ষা বড় ভূমিকা রাখবে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!