• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আজ শুভ মহালয়া


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৯, ২০১৭, ০৯:৪০ এএম
আজ শুভ মহালয়া

ঢাকা: আজ শুভ মহালয়া। হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার অন্যতম অনুষঙ্গ মহালয়া। শ্রী শ্রী চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহনই মহালয়া হিসেবে পরিচিত।

হিন্দু শাস্ত্রমতে এদিনেই ভক্তরা দেবী দুর্গাপূজার আগমনী ধ্বনি শুনতে পান। মহালয়া উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশি বিভিন্ন মন্দিরে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানের।

পুরান ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে সকাল ছয়টায় মঙ্গল প্রদীপ জ্বালিয়ে ভক্তি গীতির মাধ্যমে দেবী দুর্গার আবাহন করা হয়। সকাল সোয়া সাতটা পর্যন্ত চলে এই আয়োজন। এছাড়াও সকাল নয়টার দিকে ঢাকেশ্বরী মন্দিরে ঘটস্থাপন করার পাশাপাশি অনুষ্ঠিত হবে বিশেষ পূজা।

অন্যদিকে সোমবার রাজধানীর বনানী পূজা মণ্ডপে মহালয়া পূজার আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। সেখানে পূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এসময় তিনি পূজা উৎসবকে নির্বিঘ্ন করতে সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!