• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আজও ডিএসইতে সূচকের সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৫, ২০২০, ০৩:৪৪ পিএম
আজও ডিএসইতে সূচকের সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ

ঢাকা : সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এ নিয়ে টানা তিন দিন সূচকের পতন হলো। একইসঙ্গে কমেছে মোট টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ।

দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩ দশমিক ০৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৯পয়েন্টে। আগের কার্যদিবসের তুলনায়  লেনদেন কমেছে  ২১ কোটি ৪৭ লাখ টাকা। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে  লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির।

দিনশেষে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের সামণ্য পতনের সঙ্গে কমেছে  টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ।

দিনশেষে ডিএসই ব্লু সিপ ইনডেক্স ডিএসই–৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৭৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমেছে।

দিনভর লেনদেন হওয়া ৩৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭১টির, দর কমেছে ৬৪টির এবং দর অপরিবর্তীত রয়েছে ২০৬টির। দিন শেষে ডিএসইতে মোট লেনদেন দাঁড়িয়েছে ২৬৭ কোটি টাকার শেয়ার। যা আগের কার্যদিবসের তুলনায় ২১ কোটি টাকা কম।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মা শেয়ার।  দ্বিতীয় স্থানে ছিল গ্রামীণফোন। শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে বিকন ফার্মা। লেনদেনে এরপর রয়েছে-ইন্দো-বাংলা ফার্মা, নাহী এ্যালুমিনিয়াম, স্কয়ার ফার্মার, পিটিএল, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি এবং জেনেক্স ইনফোসিস লিমিটেড।

সোমবার দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১ হাজার ৬০৩ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ১০ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে ১৮৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ৪৭টির দর বেড়েছে, কমেছে ৫২টির। আর ৮৫টির দর অপরিবর্তিত রয়েছে।

সোনালীনিউজ/এলএ/এএস

Wordbridge School
Link copied!