• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসায় মাদকদ্রব্য অধিদফতরের অভিযান


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৭, ২০১৯, ০৫:৩৪ পিএম
আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসায় মাদকদ্রব্য অধিদফতরের অভিযান

ঢাকা : রাজধানীর গুলশানে চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফরের অভিযান চলছে। ওই বাসা থেকে বিপুল পরিমান মাদক ও ক্যাসিনোর সামগ্রী উদ্ধার করা হয়েছে। 

রোববার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে গুলশান-২ এর ৫৭ নম্বর সড়কের ১১/এ বাড়িতে এ অভিযান শুরু হয়। বাসাটি থেকে এ যাবৎকালীন উদ্ধার হওয়া সবচেয়ে বেশি মদ পাওয়া যায়। 

এর আগে বিকেলে মাদক দ্রব্য অধিদফতর গুলশান-২-এর ৫৭ নম্বর রোডের ১১/এ বাসায় অভিযান চালাতে চাইলে আজিজ মোহাম্মদের বোন তাদের বাধা দেয়। এর পর অধিদফতরের লোকজন কৌশলে বাড়ির ছাদ গেলে সেখান থেকে ক্যাসিনো সামগ্রী ও বিপুল পরমান মদ উদ্ধার। 

এব্যাপারে আজিজ মোহাম্মদের বোন জানান, ওই বাসার মালিক সেখানে থাকেন না। ঘরটিতে তালা মারা ছিল। বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ক্যাসিনোর সরঞ্জাম উদ্ধারের ঘটনায় ওই বাসার দুই দারওয়ানকে আটক করা করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক খুরশিদ আলম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালানো হচ্ছে।  অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ ও ক্যাসিনো সরঞ্জাম পাওয়া গেছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান ফজলুর রহমান।

সোনালীনিউজ/এসএইচএ

Wordbridge School
Link copied!