• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আদালত চত্বরে আ.লীগ-বিএনপি আইনজীবীদের মুখোমুখি মিছিল


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১২, ২০১৯, ১১:১১ এএম
আদালত চত্বরে আ.লীগ-বিএনপি আইনজীবীদের মুখোমুখি মিছিল

ঢাকা: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন শুনানি ঘিরে আদালত চত্বরে মুখোমুখি মিছিল করেছেন আওয়ামী লীগ ও বিএনপি পন্থী আইনজীবীরা। কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষের দেয়া প্রতিবেদনের বিষয়ে সকাল ১০টা ২০ মিনিটে শুনানি শুরু হয়েছে।

এরআগে এ মামলার শুনানিতে এসলাসে আইনজীবীর উপস্থিতি সীমিত করেন প্রধান বিচারপতি। শুনানিতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের ৩০ জন করে আইনজীবী উপস্থিত থাকতে পারবেন। মিছিলে বিএনপিপন্থী আইনজীবিদের নেতৃত্বে রয়েছেন সাবেক সংসদ সদস্য ও আইনজীবী নীলুফা ইয়াসমিন মনি। তারা স্লোগান দিচ্ছেন- বিচারের নামে টালবাহানা চলবে না, খালেদা জিয়ার মুক্তি দিতে হবে।

অন্যদিকে আওয়ামীপন্থীরা স্লোগান দিচ্ছেন আদালতে বিশৃঙ্খলা চলবে না, বহিরাগতদের আদালতে ঢুকতে দেয়া হবে না। আইনজীবী সমিতির সভাপতির কার্যালয়ের সামনে সিঁড়িতে এ মিছিল করতে দেখা গেছে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!