• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আদালতে কান্নায় ভেঙে পড়েন ডা. সাবরিনা


আদালত প্রতিবেদক আগস্ট ২০, ২০২০, ০৯:৩৫ পিএম
আদালতে কান্নায় ভেঙে পড়েন ডা. সাবরিনা

ঢাকা: করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে প্রতারণার মামলায় আদালতে অভিযোগ গঠন শুনানির আদেশ দেওয়ার পর কান্নায় ভেঙে পড়েন জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারীর আদালত সাবরিনাসহ আট আসামির অব্যাহতির আবেদন নাকচ করে দিয়ে অভিযোগ গঠনের এই আদেশ দেন। এ সময় তাঁদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য পরবর্তী ২৭ আগস্ট দিন ধার্য করেন আদালত। 

এ মামলায় অন্য আসামিরা হলেন, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরিফুল হক চৌধুরী, আবু সাঈদ চৌধুরী, হুমায়ূন কবির হিমু, তানজিলা পাটোয়ারী, বিপ্লব দাস, শফিকুল ইসলাম রোমিও ও জেবুন্নেসা।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!