• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানুয়ারি ২৬, ২০২০, ০৩:১৬ পিএম
আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জ: “মানুষ সমৃদ্ধি এবং গ্রহের জন্য টেকসইতা উৎসাহী কাস্টমস” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) সকালে বেলুন উড়িয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে সোনামসজিদ স্থল শুল্ক স্টেশনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি স্থলবন্দরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালি শেষে সৌহার্দের সেতুবন্ধন হিসেবে বাংলাদেশের সোনামসজিদ স্থল শুল্ক স্টেশনের সহকারি কমিশনার সাইফুর রহমান ও ভারতের মহদীপুর কাস্টমসের সুপারিনটেনডেন্ট প্রসেনজিত সিনহা একে অপরকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন এবং মিষ্টি তুলে দেন।

এ সময় অন্যান্যের মধ্যে সোনামসজিদ স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা এস এম জাহাঙ্গীর আলম, সহকারি রাজস্ব কর্মকর্তা বুলবুল আহম্মেদ, পানামা পোর্ট লিংক লি. এর ম্যানেজার (অপারেশন) মো. কামাল হোসেন, সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ, টানুসহ বন্দরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/এসআই

Wordbridge School
Link copied!