• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন


মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি ডিসেম্বর ৯, ২০১৯, ০২:৩২ পিএম
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন

মোরেলগঞ্জ : “আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ” এ শ্লোগানকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা উড়ানো, মানববন্ধন ও শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম।

উদ্বোধন শেষে উপজেলা চত্বর সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রঞ্জন চন্দ্র দে, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি অধ্যক্ষ ড. মো. রুহুল আমীন খান, সহসভাপতি অধাপক এবিএম মনিরুজ্জামান মোল্লা, প্রেসক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবদুল হান্নান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জালাল উদ্দিন খান, মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপার ভাইজার মো. বাকি বিল্লাহ। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য যথাক্রমে মাষ্টার ফারুকুল ইসলাম, অধ্যাপক মিজানুর রহমান খান, মো. ফারুক শরীফ, মাষ্টার তপন কুমার মিস্ত্রীসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, বেসরকারি সংস্থার প্রতিনিধি, বিভিন্ন স্কুল, কলেজ-মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত থাকেন। এছাড়া ‘মানব কল্যানে আমরা’ নামে একটি সামাজিক সংগঠন তাদের নিজস্ব ব্যানার নিয়ে কর্মসূচিতে অংশ গ্রহন করে।

মানববন্ধন শেষে উপজেলা অফিসার্স ক্লাব চত্বরে অনুষ্ঠিত হয় শিক্ষার্থী সমাবেশ।  উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ রফিকুল ইসলাম মাসুমের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সমাবেশের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি ড. মো. রুহুল আমীন খান।  

প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি)রঞ্জন চন্দ্র দে। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন আ. আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মো. আমান উল্লাহ।

সোনালীনিউজ/এমআরআইএস/এএস

Wordbridge School
Link copied!