• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আন্দোলনে পরিধি বাড়াতে চায় জাতীয় ঐক্যফ্রন্ট


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১০, ২০১৯, ১২:১৩ এএম
আন্দোলনে পরিধি বাড়াতে চায় জাতীয় ঐক্যফ্রন্ট

ঢাকা : সরকারবিরোধী আন্দোলনে থাকা বামজোট ও ইসলামী দলগুলোকে সাথে নিয়ে নিজেদের পরিধি বাড়াতে চায় জাতীয় ঐক্যফ্রন্ট। তারা বলছে, এ নিয়ে আলাপ আলোচনা চলছে। তবে এ ধরণের কোন আলাপ আলোচনার কথা জানে না বামজোট এবং ইসলামী আন্দোলন। এই মূহুর্তে জোট করার কোন সম্ভাবনাও নেই বলেও জানিয়েছে তারা।

সূত্রমতে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফল বিপর্যয়ের পর এখন নতুন নির্বাচনের দাবি জানাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট। একই দাবিতে মাঠে রয়েছে বামজোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। আন্দোলনের মাঠে থাকা এই দলগুলোকে এখন জোটে ভেড়াতে চাইছে ঐক্যফ্রন্ট।

এ প্রসঙ্গে ঐক্যফ্রন্ট নেতা সুব্রত চৌধুরী বলেন, ‘আমরা সবাইকে নিয়ে আন্দোলনের আরও কলেবর বাড়াতে চাই। সেখানে ইসলামী দল বা বাম দলগুলোও থাকতে পারে। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়েই আমরা আরও বৃহৎ আন্দোলন গড়ে তুলবো। আমরা দলগুলোর সঙ্গে আলাপ আলোচন করছি, খুব শিগগিরই আপনাদের এই বিষয়ে জানানো হবে।’

এদিকে ঐক্যফ্রন্টের সঙ্গে গাঁটছড়া বাঁধা নিয়ে কোন আলোচনা হয়নি বলে জানিয়েছেন বামজোটের সমন্বয়ক সাইফুল হক। তবে জোট না বেঁধে মাঠের যুগপৎ আন্দোলনে কোন সমস্যা নেই বলে জানান তিনি।

বামজোটের সমন্বয়ক সাইফুল হক বলেন, ‘আন্দোলন বা জোট নিতে ঐক্যফ্রন্ট নেতাদের সঙ্গে আমাদের এখনও কোন আলোচনা হয়নি। ধারাবাহিকভাবে যদি তারা রাজপথে অবস্থান নেয়, তাহলে রাজপথে থাকা দলগুলোর মধ্যে পরোক্ষভাবে একটি ঐক্য গড়ে উঠেই।’

আর বর্তমান অবস্থায় ঐক্যফ্রন্টের সঙ্গে যাওয়ার পক্ষে নন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ। তবে ভবিষ্যতে ঐক্য হতে পারে বলে আভাস দিয়ে তিনি বলেন, ‘ঐক্যফ্রন্টের মধ্যে আমরা প্রায়ই মতবিরোধের আভাস দেখতে পাই, এটি আমরা সতর্কতার দৃষ্টিতেই দেখছি। যদি তাদের মধ্যে এমন বিরোধের কোন সম্ভাবনা আমরা না দেখি, তাহলে আমরা তাদের নৈতিক সমর্থন দিবো।’

তবে জামায়াত সঙ্গে থাকা অবস্থায় বিএনপির সঙ্গে জোট বাঁধার কোন পরিকল্পনা নেই বলে দাবি বামজোট সমন্বয়কের।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!