• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আন্দ্রে রাসেলের কাছে শিখতে চান আফিফ


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ১১, ২০১৯, ০৫:০৬ পিএম
আন্দ্রে রাসেলের কাছে শিখতে চান আফিফ

ঢাকা: মাত্রই সাউথ এশিয়ান (এসএ) গেমস থেকে সোনা জিতে এসেছেন। কিন্তু দেশে ফিরে বসে থাকার সময় কোথায়? বুধবার থেকে শুরু হয়ে গেল বঙ্গবন্ধু বিপিএল। রাজশাহী রয়্যালসের হয়ে খেলবেন আফিফ হোসেন। এসএ গেমসে দেশকে সাফল্য এনে দিতে পেরে নিজেকে ভাগ্যবানদের একজন বলছেন তরুণ এই অলরাউন্ডার। 

মিরপুরে বুধবার অনুশীলন শেষে ২০ বছর বয়সী এই তরুণ সংবাদমাধ্যমকে বলেন, ‘এটা আমাদের সবার জন্য বড় একটি অর্জন। প্রথমেই আমরা ভেবেছিলাম যে এটা যদি অর্জন করতে পারি তাহলে আমরা অনেক খুশি হবো। সবাই খুব খুশি অর্জন করতে পেরে। দেশের জন্য ভালো কিছু করাটা সবসময় আসে না। আমাদের জীবনে এই মুহূর্ত এসেছে। তো আমরা অনেক ভাগ্যবান যে সফলভাবে ফিরে আসতে পেরেছি।’

ভারত, পাকিস্তান দল পাঠায়নি শক্ত প্রতিপক্ষ বলতে কেবল লঙ্কানরাই ছিল সৌম্যদের সামনে বাঁধা। তবে প্রতিপক্ষের চাইতে ওখানকার কন্ডিশন ও উইকেট ছিল বিরুদ্ধ ফলে কাজটা যতটা সহজ ভাবা হচ্ছে ততটা সহজ ছিলনা বলে জানাচ্ছেন আফিফ, ‘দেখতে যতটা সহজ ছিল ওখানে এতো সহজ ছিল না। ওখানে গিয়ে প্রথমে আমাদের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে হয়েছে। ওখানে উইকেট অনেক কঠিন ছিল। ওই উইকেটে রান করা সবার জন্য চ্যালেঞ্জিং ছিল। সবমিলিয়ে আমরা ঠিকভাবে মানিয়ে নিতে পেরেছি অনুশীলনে এবং ম্যাচে। কুয়াশার ওরকম ব্যাপার ছিল না। ঠাণ্ডা ছিল।’

বিপিএলে রাজশাহী রয়্যালসে অধিনায়ক হিসাবে আফিফ পাচ্ছেন আন্দ্রে রাসেলকে। তার মতো বিশ্বমানের টি-টোয়েন্টি ক্রিকেটারের সাথে ড্রেসিং রুম শেয়ার করতে পারা রোমাঞ্চিত করছে আফিফকে, ‘এরকম একটা বিশ্বমানের ক্রিকেটারকে অধিনায়ক হিসাবে পেয়েছি, এতে আমরা ভাগ্যবান। ওর মতো ক্রিকেটারের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করাটাও বড় ব্যাপার। অনেক কিছু শিখতে পারব। এগুলো আমরা শেখার চেষ্টা করব আর পুরো আসরে যেন ভালো খেলা যায় সেই চেষ্টা করব।’

সোনালীনিউজ/আরআইবি/এমএএইচ

Wordbridge School
Link copied!