• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আপনার ওয়াই ফাইয়ের গতি কম? বাড়িয়ে নিন গতি!


বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক আগস্ট ৬, ২০১৮, ০৬:৫৫ পিএম
আপনার ওয়াই ফাইয়ের গতি কম? বাড়িয়ে নিন গতি!

ঢাকা : বর্তমানে অনেকেই ইন্টারনেট ব্যবহারের জন্য বাসায় ব্রডব্যান্ড সংযোগ নিয়ে রাউটারের মাধ্যমে ওয়াইফাই ব্যবহার করে থাকেন। কিন্তু অনেক সময় দেখা যায় বাড়ির সব ডিভাইসগুলো সঠিক ইন্টারনেট গতি পাচ্ছে না।

আর তাই এখানে ৫টি টিপস দেওয়া হলো যা আপনার ঘরের ওয়াই ফাই গতি বাড়িয়ে দিবে।

১. কিছুদিন পর পর ওয়াই ফাই পাসওয়ার্ড পরিবর্তন করুন।

২. বেশীরভাগ মানুষ তার রাউটারটি ঘরের এক কোনায় রেখে দেন। কিন্তু এতে ইন্টারনেট গতি ভালো পাবেন না। তাই ঘরের মাঝামাঝি কোনো জায়গায় রাউটার সেট করুন।

৩. ওয়াইফাই সংযোগের ডিভাইস সংখ্যা সীমিত করে দিন। ঘরে থাকা সব ডিভাইস বা আত্মীয় বন্ধুদের ডিভাইস ও সংযোগ দিলে ধীরগতি হবে ইন্টারনেট।

৪. আপনি যদি বড় বাসায় থাকেন তাহলে পুরো বাড়ি একটি রাউটারে যথেষ্ট নয়। এজন্য রিপিটার ব্যবহার করতে পারেন।

৫. ইউএসবি পোর্ট রয়েছে এমন রাউটার ব্যবহার করুন।

সোনালীনিউজ/আরজে

Wordbridge School
Link copied!