• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আপিলকারীরা ন্যায়বিচার পাবেন: ইসি


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৪, ২০১৮, ০২:৩২ পিএম
আপিলকারীরা ন্যায়বিচার পাবেন: ইসি

ঢাকা: নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, যারা নির্বাচন কমিশনে মনোনয়ন ফিরে পেতে আবেদন করেছেন, তাদের ব্যাপারে আমরা সজাগ আছি। যেহেতু এটি একটি আইনি প্রক্রিয়া। আমরা আইন অনুযায়ী তাদেরকে ন্যায়বিচারের ব্যবস্থা করবো। আমি বিশ্বাস করি আপিলকারীরা ন্যায়বিচার পাবেন।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশনে মনোনয়নবঞ্চিত প্রার্থীরা আপিল করতে এলে অভিযোগ বুথের সামনে তাদেরকে তিনি একথা বলেন।

আপিল নিষ্পত্তির বিষয়ে ‘ব্যক্তিগত কোনো অভিমত আমার নেই’ জানিয়ে এই কমিশনার বলেন, ‘আমরা অবশ্যই ন্যায় বিচার প্রত্যাশী। তবে আমরা যা কিছুই করব, আইনানুগভাবে আমাদের করতে হবে। কারো প্রতি পক্ষপাতিত্ব আমরা অবশ্যই দেখাব না। প্রতিটি কেসের মেরিট আমরা দেখব এবং আমি মনে করি,নির্বাচন কমিশন সব ব্যাপারেই এখন নিরেপক্ষ ভূমিকা রাখবে।’

ন্যায় বিচারের পক্ষে ইসি স্বচ্ছ থাকবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কখনো এই কথা বলব না, ন্যায় বিচারের পক্ষে স্বচ্ছ থাকব না। এটা কখনো বলব না। ন্যায় বিচারের ব্যাপারটা তো আপেক্ষিক। এটার কোনো উত্তর এই মুহূর্তে আমার পক্ষে দেওয়া সম্ভব না। একটা ন্যায়বিচার একটা পর্যায়ে গিয়ে তিনি হয়তো দণ্ডপ্রাপ্ত হন, পরবর্তী পর্যায়ে দেখা গেল তার দণ্ডপ্রাপ্ত মওকুফ করা হলো। সুতরাং এটা তো একটা আপেক্ষিক বিষয়। কোনটা ন্যায়বিচার আর কোনটা ন্যায়বিচার নয়, এটার তো আমি বিচারক নই।’

একাদশ সংসদ নির্বাচনে যাচাই-বাছাইয়ে নির্বাচনে বৈধ প্রার্থী হয়েছেন ২ হাজার ২৭৯ জন। এর মধ্যে ঢাকা অঞ্চলের ছয় জেলায় দাখিল হওয়া ৪৭৭টি মনোনয়নপত্রের মধ্যে ১১৬টি বাতিল হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ২৮ নভেম্বর পর্যন্ত সারা দেশে ৩০০ আসনে ৩ হাজার ৫৬জন মনোনয়ন দাখিল করেন।

এর মধ্যে রংপুর বিভাগে ৩৬১জন, রাজশাহী বিভাগে ৩৫৩জন, খুলনা বিভাগে ৩৫১জন, বরিশাল বিভাগে ১৮২জন, ময়মনসিংহ বিভাগে ২৩৬জন, ঢাকা বিভাগে ৭০৮জন, সিলেট বিভাগে ১৭৭ এবং চট্টগ্রাম বিভাগে ৬৮৮টি মনোনয়ন দাখিল করেন। সবচেয়ে বেশি মনোনয়ন পড়েছে ঢাকা-৮ আসনে ২২টি। মাগুরা-২ আসনে সর্বনিম্ন ৪জন মনোনয়ন দাখিল করেছিল। তফসিল অনুসারে, আগামী ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দ ১০ ডিসেম্বর। ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!