• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আফগানিস্তানকে হারানোর ফর্মুলা দিলেন সাইফউদ্দিন


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২২, ২০১৯, ১০:০৬ পিএম
আফগানিস্তানকে হারানোর ফর্মুলা দিলেন সাইফউদ্দিন

ঢাকা: টানা চার ম্যাচ পর আফগানিস্তানকে হারানোর স্বাদ পেয়েছে বাংলাদেশ। মিরপুরে প্রথম ম্যাচে হারের পর চট্টগ্রামের জয় সাকিব আল হাসানদের জয় বাড়তি আত্মবিশ্বাস যুগিয়েছে। আর তাতেই টগবগ করে ফুটছে সাইফউদ্দিনরা। রোববার (২২ সেপ্টেম্বর) তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ৬০-৭০ভাগ দিতে পারলেই আফগানদের হারানো সম্ভব। 

টি-টোয়েন্টি র্যাং কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে আফগানিস্তান। শক্তির বিচারেও। বিশেষ করে শারীরিক সামর্থ্য কিংবা পাওয়ার হিটিংয়ে অনেক এগিয়ে। কিন্তু সাম্প্রতিক সময়ে নিজেদের সেটা দিয়ে খেলতে পারছিল না বাংলাদেশ। অবশ্য আগের দিন আফগানদের বিপক্ষে জ্বলে উঠেছিল বাংলাদেশ।  কারণ ফিল্ডিংয়ে শুরুটা ছিল তাদের যাচ্ছেতাই। ক্যাচ মিস, রানআউটও মিস করেছে দলটি। এরপর এলোমেলো বোলিং তো ছিলই। তবে গুছিয়ে নিতে পেরেছেন অল্পক্ষণেই। এরপর ব্যাটিংয়েও শুরুটা ভালো হয়নি। টপ অর্ডার ব্যর্থ। সেখান থেকে দলকে উদ্ধার করেন সাকিব আল হাসান।

এ সকল কারণেই আত্মবিশ্বাসটা অনেক বেশি সাইফউদ্দিনের। ফাইনালে শনিবারের পাওয়া জয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে ভালো কইছু করতে চান এই তরুণ, 'আমরা প্রতিটা ম্যাচই জেতার জন্য খেলি। যেহেতু আফগানিস্তানের সঙ্গে একটা ম্যাচ হেরেছিলাম, আমাদের ঘাটতিগুলো নিয়ে আমাদের কোচ, অধিনায়ক সবাই কথা বলেছে। ইনশাল্লাহ শতভাগ না দিলেও ৬০-৭০ ভাগ দিতে পারলেও ম্যাচ জিতা সম্ভব। যেটা আমরা গতকালই প্রমাণ করেছি।'  

টুর্নামেন্ট শুরুর আগে টি-টোয়েন্টিতে জয়ের পাল্লায় আফগানিস্তানের চেয়ে ১-৩ ব্যবধানে পিছিয়ে ছিল বাংলাদেশ। সেই ২০১৪ সালে জয়ের পর দেরাদুনে টানা তিনটি ম্যাচ হেরেছিল টাইগাররা। আর টুর্নামেন্টের শুরুতে হেরে ব্যবধান দাঁড়ায় ১-৪ এ।  সাইফউদ্দিন বলছেন,‘ পরিসংখ্যান ছিল ৪-১ হয়তো। ওরা টি-টোয়েন্টি অনেক বেশি খেলে, ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে, কিছু খেলোয়াড় খুব অভিজ্ঞ। কিন্তু আমাদের দলেও অনেক অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে। যেহেতু আরও দুটি ম্যাচ ছিল আমাদের লক্ষ্য ছিল ৪-৩ করার। সে সুযোগটা এসে গেছে এরমধ্যেই। এখনই ৪-২ হয়েছে। ইনশাল্লাহ ফাইনালে যদি জিততে পারি ৪-৩ হবে, ব্যবধানটা কমবে।'

সোনালীনিউজ/আরআইবি/এমএএইচ

Wordbridge School
Link copied!