• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আবদুল হামিদই রাষ্ট্রপতি পদে আ.লীগের প্রার্থী


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৩১, ২০১৮, ১০:১৯ পিএম
আবদুল হামিদই রাষ্ট্রপতি পদে আ.লীগের প্রার্থী

ফাইল ফটো

ঢাকা: রাষ্ট্রপতি নির্বাচনে বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদই আওয়ামী লীগের মনোনীত প্রার্থী- এমনটাই জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (৩১ জানুয়ারি) রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এ মনোনয়ন দেয়া হয়েছে বলে জানান তিনি।

সভা শেষে সেতুমন্ত্রী সাংবাদিকদের বলেন, সভায় সবার সম্মতিতে মাননীয় রাষ্ট্রপতিকে দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নের সিদ্ধান্ত হয়েছে। অন্য কোনো প্রার্থীর নাম আসেনি।

সভায় ওবায়দুল কাদের আবদুল হামিদের নাম প্রস্তাব করলে তাতে সমর্থন জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

আগামী ২৩ এপ্রিল বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পাঁচ বছরের মেয়াদ শেষ হবে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ হতে ৬০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়। অঅবদুল হামিদ ২০১৩ সালের ২৪ এপ্রিল এ পদে দায়িত্ব গ্রহণ করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচন হবে। মনোনয়নপত্র দাখিলের তারিখ ও সময় আগামী ৫ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ৭ ফেব্রুয়ারি মনোনয়নপত্র পরীক্ষা এবং ১০ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়।

রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!