• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আবার কোহলিদের কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সৌরভ


ক্রীড়া ডেস্ক আগস্ট ২৫, ২০১৯, ০১:০৯ পিএম
আবার কোহলিদের কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সৌরভ

ঢাকা : এর আগেও একবার বিরাট কোহলিদের কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন সৌরভ গাঙ্গুলী। আরও একবার সেই কথা ব্যক্ত করলেন কলকাতার মহারাজ। তাঁর সময়েই ভারতীয় ক্রিকেট আমূল বদলে গিয়েছিল। বিদেশের মাটিতে জয়ের অভ্যাস তৈরি হয়েছিল টিম ইন্ডিয়ার। কোচ হিসেবেও সৌরভ যে ভালো করবেন সেই বিশ্বাস তাঁর রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেছেন,‘ ভারতীয় দলের কোচ হিসেবে কাজ করতে চাই, তা আগেই বলেছিলাম। বিরাট কোহলি ম্যাচ উইনার, চ্যাম্পিয়ন ক্রিকেটার। কোহলির সঙ্গে কাজ করতে আমার ভালোই লাগবে।’

শুক্রবার অনিল কুম্বলেকে প্রধান নির্বাচক হিসেবে দেখার দাবি তুলেছিলেন বীরেন্দ্র শেবাগ। তাঁর দাবির সমর্থন জানালেন সৌরভও,‘ অনিল কুম্বলে যথেষ্ট যোগ্য প্রার্থী। কুম্বলে যদি ভারতের প্রধান নির্বাচক হয়, তা হলে এর থেকে ভাল আর কী হতে পারে!

দল নির্বাচনের ক্ষেত্রে আরও বেশি সততা, অভিজ্ঞতায় সমৃদ্ধ হবে ভারতীয় ক্রিকেট। শেবাগেরও ভালো নির্বাচক হওয়ার গুণ রয়েছে। বীরুর সাহস রয়েছে। সেই সঙ্গে ওর বড় ম্যাচ সম্পর্কে দৃষ্টিভঙ্গি পরিষ্কার। অতীতে বহু ম্যাচ জিতিয়েছে বীরু। বড় ম্যাচ বিশ্লেষণ করার দিক থেকে শেবাগের জুড়ি মেলা ভার। সুতরাং, বীরু দায়িত্ব পেলে ভালো কাজই করবে। অনিল কুম্বলে ও বীরেন্দ্র শেবাগের ভালো নির্বাচক হওয়ার গুণ রয়েছে।’

কুম্বলের মতো হেভিওয়েট প্রার্থী ভারতের নির্বাচক হলে, বিসিসিআইকেও সেই পদের সুযোগসুবিধাও বাড়াতে হবে। সৌরভ বলছেন, ‘নির্বাচকদের ভালো বেতন দেওয়া উচিত। কারণ ক্রিকেটে নির্বাচকদের পজিশনটা খুবই গুরুত্বপূর্ণ। কোচ তাঁর মতামত জানান, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত তো নেন নির্বাচকরাই।’

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!