• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আবেগাপ্লুত অর্ষা


বিনোদন প্রতিবেদক জানুয়ারি ২৭, ২০২০, ০২:১৪ পিএম
আবেগাপ্লুত অর্ষা

ঢাকা : গেলো ১৩ ডিসেম্বর ইউটিউবে প্রকাশিত হয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পী রুনা লায়লার সুরে রাজা কাশেফের সংগীতায়োজনে আশা ভোঁসলের গাওয়া ‘চলে যাওয়া ঢেউগুলো আর ফিরে আসেনি’ গানটি।

গানটির মিউজিক ভিডিওতে অনবদ্য অভিনয়ের কারণে প্রশংসিত হয়েছেন নাট্যাঙ্গনের নন্দিত অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। গানটি প্রকাশের পা থেকে যতগুলো নাটকের কাজ কিংবা টেলিফিল্মের কাজে অংশ নিয়েছেন অর্ষা।

প্রত্যেকটি কাজেই তার সহশিল্পী থেকে শুরু করে নির্মাতারাও তার অভিনয়ের প্রশংসা করেছেন। শুধু তা-ই নয়, তার ভক্ত দর্শকরাও গানটিতে তার অসাধারণ অভিনয়ের প্রশংসা করেছেন।

যে রুনা লায়লার গান শুনে শুনে ছোটবেলা থেকে বেড়ে উঠেছেন, বড় হয়েছেন সেই রুনা লায়লার সুর করা গানে কোনদিন মডেল হবেন এটা যেন অর্ষার কল্পনাতেও ছিল না।

কিন্তু কেমন করেই যেন সব হয়ে গেল। রুনা লায়লার সুর করা আশা ভোঁসলের গানে মডেল হওয়া যেন অর্ষার কাছে অনেক বড় প্রাপ্তি। তবে তারচেয়েও আরো অনেক বড় প্রাপ্তির ঘটনা ঘটেছে অর্ষার জীবনে। গেল শুক্রবার অর্ষা জীবন্ত কিংবদন্তি রুনা লায়লারই হাত থেকে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে সম্মাননা গ্রহণ করলেন।

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত প্যানপ্যাসিফিক সোনারগাঁওতে স্টার প্লাস কমিউনিকেশন সংষ্কৃতি অঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ শিল্পীদের মধ্যে পুরস্কার বিতরণ করে। সেই অনুষ্ঠানেই অনুষ্ঠানের প্রধান অতিথি রুনা লায়লার হাত থেকে শ্রেষ্ঠ অভিনেত্রীর স্বীকৃতি গ্রহণ করেন। জীবনের অন্যতম এই মুহূর্তটি স্মরণীয় করে রাখতে মাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন অর্ষা।

রুনা লায়লার হাত থেকে সম্মাননা গ্রহণ প্রসঙ্গে নাজিয়া হক অর্ষা বলেন, ‘অনেক শ্রদ্ধা, ভালোবাসা রুনা ম্যাডামের জন্য। আমি সত্যিই ভীষণ গর্বিত, আনন্দিত যে রুনা ম্যাডামের সুর করা গানে মডেল হিসেবে কাজ করেছি, এটা অনেক অনেক বড় প্রাপ্তি।

যার সুর করা গানটিতে মডেল হওয়ার কারণে চারদিক থেকে গানটির জন্য বেশ সাড়া পাচ্ছি, সেই শ্রদ্ধেয় জীবন্ত কিংবদন্তি রুনা লায়লা ম্যাডামের কাছ থেকে সম্মাননা গ্রহণ করাটা ছিল আমার জন্য সত্যিই অনেক বড় পাওয়া এবং ভীষণ ভালোলাগার। সত্যি বলতে কী, কিছু কিছু মুহূর্ত থাকে যে মুহূর্তগুলোকে আসলে শব্দ বিন্যাসে ব্যাখা করা সম্ভব হয়ে ওঠে না।

সেদিনই এই মহান ব্যক্তিত্বর সঙ্গে আমার প্রথম দেখা। এর আগে মুঠোফোনে তার সঙ্গে কথা বলেছি। কিন্তু অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তার কাছ থেকে অ্যাওয়ার্ড প্রাপ্তির পরও তিনি আমাকে তার গানটিতে মডেল হিসেবে কাজ করার জন্য যেভাবে প্রশংসা করেছেন তাতে আমি আবেগাপ্লুত। গানেরই মতো বলতে হয় চলে যাওয়া সময়টা হয়তো আর ফিরে আসবে না; কিন্তু আমার মনে অনেক শ্রদ্ধা নিয়ে রুনা ম্যাডামের সঙ্গে সেই ক্ষণটি উজ্জ্বল হয়ে থাকবে দৃষ্টান্ত হয়ে।’

এরই মধ্যে অর্ষা শেষ করেছেন রাশেদের নির্দেশনায় ‘কলিংবেল’ খণ্ডনাটকের কাজ। ওয়াসিম সিতারের নির্দেশনায় ‘হারেস’ ওয়েব সিরিজের কাজ করছেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!