• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আমরা ঝগড়া এড়িয়ে যাওয়ার চেষ্টা করব : মায়া


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৫, ২০১৬, ০১:৩৭ পিএম
আমরা ঝগড়া এড়িয়ে যাওয়ার চেষ্টা করব : মায়া

সোনালীনিউজ ডেস্ক

বিএনপির উদ্দেশে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘কেউ যদি পায়ের ওপর পা দিয়ে ঝগড়া করতে চায়, আমরা তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করব।’
মঙ্গলবার দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের সমাবেশ মঞ্চ তৈরির কাজ পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি ।
২০১৪ সালের ৫ জানুয়ারিকে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ বলে উল্লেখ করেছেন মায়া। এ দিনটি সুন্দরভাবে উদযাপন করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন মায়া।
এ সময় তিনি বলেন, ‘কেউ যদি পায়ের ওপর পা দিয়ে ঝগড়া করতে চায়, আমরা প্রথমে তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করব। কিন্তু তা সম্ভব না হলে সমীচীন জবাব দেওয়া হবে। বিএনপি যদি কোনো নাশকতা করতে চায়, তবে আইনশৃঙ্খলা বাহিনী এবং জনগণকে সঙ্গে নিয়ে তা কঠোর হাতে দমন করা হবে।’
আজকের সমাবেশ সম্পর্কে আওয়ামী লীগের এই নেতা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বলেন, ‘৫ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র রক্ষা পেয়েছে। এই নির্বাচন না হলে অশুভ শক্তি ক্ষমতায় আসত। মানুষের দুঃখ-দুর্দশা বেড়ে যেত এবং দেশ শত বছর পিছিয়ে যেত। শেখ হাসিনার নেতৃত্বে এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের বিজয় হয়েছে। গণতন্ত্রের এই বিজয় উদযাপন করব আমরা। স্বাধীনতার পক্ষের এবং গণতন্ত্রের পক্ষের সকল মানুষ এই উদযাপনে অংশ নেবে।’
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দেওয়ার সীমানার ভেতরে এবং তাদের দেওয়া শর্ত মেনেই গণতন্ত্রের বিজয় উদযাপন করা হবে বলে জানান মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতেই বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে মঞ্চ তৈরি করা হয়েছে বলে জানান তিনি। এখান থেকে বঙ্গবন্ধু এভিনিউ পর্যন্তই সমাবেশের সীমানা থাকবে বলে নিশ্চিত করেন মায়া। এ ছাড়া দলের কেন্দ্রীয় নেতারা সম্ভব হলে বঙ্গবন্ধু এভিনিউ ও রাসেল স্কয়ার—এ দুই জায়গাতেই বক্তব্য রাখবেন বলেও জানান তিনি।

Wordbridge School
Link copied!