• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আমরা সঠিক পথেই আছি বলে দিলেন মাশরাফি


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ১৫, ২০১৮, ০২:০০ পিএম
আমরা সঠিক পথেই আছি বলে দিলেন মাশরাফি

ঢাকা : ২০১৫ বিশ্বকাপের আগেই সীমিত ওভারের ক্রিকেটে নেতৃত্ব ফিরে পেয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। তারপর থেকেই বাংলাদেশ এগিয়ে চলেছে দূর্বার গতিতে। বিশেষ করে ওয়ানডেতে বাংলাদেশ যে কোনও দলকেই হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। বিশ্বকাপের পর বাংলাদেশ ১২টি দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে। এর মধ্যে আটটিতেই জয়লাভ করেছে। এটাই প্রমাণ করে ওয়ানডেতে বাংলাদেশ কেমন দল।

এই সময় জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজকে দু’বার করে সিরিজে হারায় বাংলাদেশ। একবার করে হারে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। শ্রীলঙ্কার বিপক্ষে ড্র হয় একটি সিরিজ। পরিসখ্যান জানাচ্ছে, গত বিশ্বকাপের ঘরের মাঠে বাংলাদেশ একটি সিরিজই হেরেছে। সেটি ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে। সেই বছর নিউজিল্যান্ড সফরে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। পরের বছর দক্ষিণ আফ্রিকা সফরেও একই ভাগ্য বরণ করে নিতে হয়েছিল মাশরাফির দলকে।

সিলেটে তৃতীয় ও শেষ ওয়ানডেটি বাংলাদেশ জিতে নিয়েছে ৮ উইকেটের বড় ব্যবধানে। চলতি বছর এটি বাংলাদেশের টানা তৃতীয় সিরিজ জয়। সংবাদ সম্মেলনে এসে মাশরাফি জানিয়ে গেলেন, এই সিরিজ জয়গুলোই ২০১৯ বিশ্বকাপের জন্য বিশ্বাস যোগাচ্ছে,‘ ১২টি সিরিজের মধ্যে আটটি জিতলে যেটা হয়, আত্মবিশ্বাস ভালো থাকে। পাশাপাশি অগ্রগতিও পরিষ্কার। আমরা ঠিক পথেই আছি।’

মাশরাফি জয়ের ধারা ধরে রাখতে চান বিশ্বকাপ পর্যন্ত। আপাতত তাঁর নজর নিউজিল্যান্ড সফরের দিকে,‘ সামনে নিউজিল্যান্ড সিরিজ আছে। আমাদের জন্য সিরিজটি খুব গুরুত্বপূর্ণ। গতবার আমরা ওদের ওখানে গিয়ে হেরে এসেছি। আমার কাছে মনে হয়, এবার আমাদের দল আরও ব্যালান্সড। আমার বিশ্বাস, আগের বারের চেয়ে ভালো খেলব। বিশ্বকাপের জন্য কিছুটা হলেও আদর্শ হবে। যদিও কন্ডিশন কিছুটা ভিন্ন। তবুও ভালো হবে।’

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!