• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আমাদের ঠিকানা মায়ের ভালোবাসার বুকে


মো: গোলাম মোস্তফা (দুঃখু) জুলাই ৯, ২০১৮, ০৬:০৩ পিএম
আমাদের ঠিকানা মায়ের ভালোবাসার বুকে

রাস্তা আমাদের ঘরের ছায়া,
ইট পাথরের শহরের মাঝে ।

সবাই চলে মনের রঙ্গে,
কত কাজের ভিড়ে।
মা আমার আছে পড়ে,
শরীর খারাপ নিয়ে ।

কাকে বলবো কষ্টের কথা!
মা আমাদের শুয়ে আছে জ্বর নিয়ে।

সকাল থেকে রাস্তায় আছি।
আমরা দুটি ভাই,
প্রিয় মা কে নিয়ে।

ছোট বলে বসে আছি মায়ের পাশে,
কান্না আসে মনের ঘরে বড় কষ্ট নিয়ে।

মা ছাড়া যে আপন মানুষ নেই !
মাকে আমরা বাঁচাতে চাই,
ছোট দুটি জীবন দিয়ে ।

মা গো চোখ খুলে দেখ তোমার দুই নয়ন কে,
কোথায় কষ্ট হচ্ছে বলো ।

ছোটো, তুই মায়ের পাশে বস।
মায়ের মাথায় পানি দিবো,
পানি নিয়ে আসি ।

মানবতা নেই মেগাসিটিতে !
কাকে বলবো কষ্টের কথা।
মা যে আমার শুয়ে আছে,
ব্যস্ত রাস্তার মাঝে ।

সুখ চাই না মাকে চাই,
এমন করো না আল্লাহ।

তুমি আমাকে নিয়ে নাও!
আমার মা বেঁচে থাকুক,
ছোট ভাইয়ের মাঝে।

ভাই যে আমার অনেক ছোট,
মায়ের বুকে পরম আদরে সবার মতো থাকে ।

বাংলাদেশ আমার মায়ের দেশ !
বাংলাদেশ আমার রক্তের দেশ,
বাংলাদেশ আমার মায়ের ভাষার দেশ ।

লোকের মুখে হাজার কথা,
রোহিংগা থাকে বাংলাদেশে ১০ লক্ষের বেশি!
সবাই থাকুক নিরাপদে প্রিয় বাংলার বুকে।

আমরা খাবার চাই না,
মাকে চাই ছোট হৃদয়ের মাঝে।

সকালের আলোতে মায়ের মুখ,
সুখের ঠিকানা দিবে ।

ছোট তুই মায়ের পায়ের কাছে বস,  
মা গো তোমার মাথায়  পানি দিবো
একটু চোখটি বন্ধ করবে ।

মানবতা তোমার গলায় ফুলের মালা !
রাস্তায় সুখ শান্তির বাগান,
চাই না তোমাদের দয়া ।

মাকে আমরা বাঁচিয়ে তুলবো,
ছোট হাতের পরশ দিয়ে।

ভালোবাসার সুখ দিয়ে,
জ্বরের সাথে যুদ্ধ করবো!
মায়ের জীবন ভালো করিবার জন্য ।

রাতের আঁধারে কুকুরের কান্না!
মায়ের শরীরের জ্বরের যন্ত্রনা ।

সাহেব বাবুদের সুখের বাঁজনা
রাস্তায় এসে পড়ে ।

রাতের শব্দ বলে দেয়,
আমাদের ঠিকানা মায়ের ভালেবাসার বুকে !

মানবতা তোমার লজ্জা হয় না বুঝি ,

এমন দৃশ্য দেখে ।

লেখক: বিতার্কিক-শিক্ষার্থী, সাংবাদিকতা বিভাগ,পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি,খুলশী,চট্টগ্রাম

Wordbridge School
Link copied!